'পুলিশকে মঞ্চ বেঁধে দিতে বলুন!' ৭ শর্তে ডাক্তারদের ধর্নার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

বিচারপতি বলেন, আমি নিজের চোখে দেখেছি অন্য অনেক সংস্থাকে পুলিশ অনুমতি দিয়েছে । আর্ ডাক্তারদের ক্ষেত্রে তারা বলছ সমস্যা হবে ।

 

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস্ এর আয়োজিত ধর্না র আবেদন ম্জুর করল কলকাতা হাইকোর্ট। মেট্রো চ্যানেলে অস্থায়ী মঞ্চ করে ধর্নার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে শর্ত সাপেক্ষে অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের স্পষ্ট কথা আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয় তার দিকে নজর রাখতে হবে।

বিচারপতি বলেন, 'আমি নিজের চোখে দেখেছি অন্য অনেক সংস্থাকে পুলিশ অনুমতি দিয়েছে । আর্ ডাক্তারদের ক্ষেত্রে তারা বলছ সমস্যা হবে । তখন কোনও সমস্যা হয়নি ?এটা প্রশাসন মিটিয়ে নিতে পারত । সেটা করেনি বলে মানুষ আদালতের দ্বারস্থ । সমাধান এ পৌঁছতে হবে তো?' এরপরই আদালত শর্তসাপেক্ষে ধর্নার অনুমতি দেয়। আদালতের শর্ত হলঃ

Latest Videos

১.ডোরিনা ক্রসিং থেকে ৫০ ফুট ছেড়ে করতে হবে মঞ্চ।

২.৪০ ফিট লম্বা,২৩ ফুট চওড়া ,স্টেজের পিছন থেকে গার্ড রেল দিতে হবে ।

৩.একসঙ্গে ২০০-২৫০ জনের বসার অনুমতি দিয়েছে আদালত।

৪. কো-অর্ডিনেটর-রা পুলিশের সঙ্গে স্বচ্ছ সম্পর্ক রাখবে। ট্রাফিক সমস্যা হলে দু পক্ষ মিলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে।

৫.সাধারণ মানুষের সমস্যা করা যাবে না ।

৬.পুলিশের কাছে কো-অর্ডিনেটরদের নাম দিয়ে হবে । যাতে সমস্যায় পড়লে পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে ।

৭.আইন শৃঙ্খলা র অবনতি করা যাবে না । সেদিকে কড়া নজর রাখবে দুই পক্ষ।

আবেদনকারী আইনজীবী শামীম আহমেদ বলেন, 'আমরা প্রস্তুত আছি মঞ্চ বাঁধার জন্য ।পুলিশ আমাদের মঞ্চ তৈরি করতে দিচ্ছে না । আপনার লিখিত অনুমোদন এর প্রয়োজন ।পুলিশের ইগো প্রবলেম ।বিজেপি সেম জায়গায় এর থেকে বেশিদিন মঞ্চ বেঁধে সভা করেছে । আমরা ডাক্তারদের সংগঠন ।আমাদের আটকানো হচ্ছে ।' উত্তরে বিচারপতি রাজ্যের আইনজীবীর উদ্দ্যেশ্য বলেন, পুলিশ কে বলুন মঞ্চ বাঁধতে দিতে ।

রাজ্যের আইনজীবী অমিতেষ বন্দ্যোপাধ্যায় বলেন, ২৪ ,২৬ এই দুই দিন অসুবিধা হতে পারে । শহর কলকাতার প্রাণকেন্দ্র ওই ধর্মতলা ।মানুষ এই দুই দিন ওই চত্বরে ঘোড়া ফেরা করে ।ওই একদিকের রাস্তা বন্ধ থাকলে ট্রাফিক সমস্যা হতে পারে ওই কয়েকদিন । ওদের ওয়াই চ্যানেলে করতে বলুন । ওখানে হলে ৫০০ লোকের জমায়েত সামলানো সম্ভব ।অথবা ফুটপাথ ঘেঁষে ধর্না করতে পারে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News