সিবিআই সূত্রে জানা গিয়েছে, গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডির উপর হামলার দিন আলমগিরের উপস্থিতি এবং ঘটনায় মদত দেওয়ার প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। বিভিন্ন জায়গায় ভিডিও ফুটেজ সংগ্রহ করে সেই তথ্য মিলেছে।
সন্দেশখালির ঘটনায় বড় আপডেট। সিবিআইয়ের দ্বিতীয় তলবে সাড়া দিয়ে এদিন সিবিআইয়ের কলকাতা দফতর নিজাম প্যালেসে হাজির হয় শেখ শাহজাহানের ভাই আলমগির। তাঁর সঙ্গে এসেছিল আরও ৪ জন। ১১ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর শনিবার রাতে আলমগিরকে গ্রেফতার করে সিবিআই। এদিন একইসঙ্গে গ্রেফতার হয়েছে শাহজাহান ঘনিষ্ঠ আরও তিনজন।
উল্লেখ্য, ৫৫ দিন নিঁখোজ থাকার পর শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে পৌঁছয় ইডির একটি দল। সেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালায় শাহজাহান ঘনিষ্ঠরা। ঘটনাটির তদন্ত শুরু করেছে সিবিআই।
এদিকে, গত ১৩ মার্চ সন্দেশখালিকাণ্ডে যুক্ত ১৫ জনকে নোটিস পাঠায় সিবিআই। এদের সকলকেই নিজামে ডাকা হয়েছিল। শাহজাহানের ভাই আলমগীরের পাশাপাশি নোটিস ধরানো হয় মাফুজা মোল্লা, আবুহোসেন মোল্লা ওরফে দুরন্ত মোল্লা-সহ একাধিক জনকে। সকলেই শাহজাহান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অভিযুক্তদের অধিকাংশই বাড়িতে না থাকায় তাঁদের পরিবারের সদস্যদের হাতে নোটিস ধরিয়ে আসে সিবিআই আধিকারিকরা। কোনও কারণে যেতে না পারলে নোটিসে থাকা ফোন নম্বরে জানানোর কথাও বলা হয়েছে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডির উপর হামলার দিন আলমগিরের উপস্থিতি এবং ঘটনায় মদত দেওয়ার প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। বিভিন্ন জায়গায় ভিডিও ফুটেজ সংগ্রহ করে সেই তথ্য মিলেছে। একইসঙ্গে শাহজাহান মোবাইলে কাদের সঙ্গে যোগাযোগ করেছে তাও জানতে পেরেছে সিবিআই অফিসাররা। এই সমস্ত প্রশ্নের সদুত্তর দিতে পারেনি আলমগির।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, তদন্তকারীরা জানতে পেরেছেন যে শাহজাহান ৫৫ দিন নিঁখোজ থাকার সময়ে তাঁকে সাহায্য করেছিল আলমগির। শুধু তাই নয়, সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনাতেও যুক্ত ছিলেন শাহজাহানের ভাই। সেই সূত্র ধরে আলমগিরকে একাধিকবার তলব করে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। এরপর শনিবার হাজিরার পর আলমগির সহ বাকিদের জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই। শেষ পর্যন্ত রাতে গ্রেফতার হন শাহজাহানের ভাই আলমগির। রবিবার ধৃতদের আদালতে পেশ করা হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।