দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা নিয়ে নয়া বিপত্তি? নতুন বছরের আগেই বিরাট দুসংবাদ যাত্রীদের জন্য

যানজট এড়িয়ে শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যাওয়া এখন একেবারেই হাতের মুঠোয়। সৌজন্যে কলকাতা মেট্রো। এবার নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর মেট্রো লাইনে দেখা গেল বিপত্তি! তাহলে কি বন্ধ হয়ে যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল! জেনে নিন আপডেট।

Parna Sengupta | Published : Dec 29, 2024 7:02 PM / Updated: Dec 29 2024, 08:05 PM IST
111

কলকাতা মেট্রোর ব্লু লাইন নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর রুট। কলকাতা মেট্রোর লাইফ লাইন বলা যেতে পারে একে।

211

তবে এবার যাত্রীদের জন্য খুব খারাপ খবর আসতে চলেছে।

311

এই ব্লু লাইনে মেট্রো চলাচলে দেখা গিয়েছে বিপত্তি।

411

তাহলে কি বন্ধ করে দেওয়া হবে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা

511

আশঙ্কায় রয়েছেন মেট্রোর যাত্রীরা! কী হতে চলেছে

611

নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অনেক মেট্রোই যেত না কিন্তু সেই পরিষেবাও চালু হতে চলেছে বলে জানা গিয়েছিল।

711

নতুন ব্যবস্থার অধীনে, আগে দমদমে যে পরিষেবাগুলি শুরু বা শেষ হত সেগুলি এখন দক্ষিণেশ্বরে শুরু বা শেষ হচ্ছে কয়েকদিন। যদিও দক্ষিণেশ্বর থেকে এই মেট্রো চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে খোদ মেট্রো রেল কর্তৃপক্ষকে।

811

মেট্রো চালানোর জন্য প্রয়োজনীয় ক্রসিং নেই সেখানে। ফলে দমদম বা কবি সুভাষের তুলনায় দক্ষিণেশ্বরে ট্রেন ঘোরাতে বেশি সময় লাগছে। এতে ট্রেনের যাত্রা সম্পূর্ণ করতেও সময় বেশি লাগছে।

911

এদিকে সময় বেশি লাগায় নিত্য অফিস যাত্রীদেরও দেরি হয়ে যাচ্ছে। জানলে অবাক হবেন, আগে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যেতে মেট্রোর গড়ে ৫২ থেকে ৫৩ মিনিট লাগে।

1011

কিন্তু দক্ষিণেশ্বরে ট্রেন ঘোরানোর ফলে সেই সময়ই এখন বেড়ে প্রায় এক ঘণ্টা হয়ে যাচ্ছে। ফলে সমস্যা হচ্ছে সকলের।

1111

এর সমাধান কী হতে পারে, সেই আশায় তাকিয়ে রয়েছেন যাত্রীরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos