ভোল বদলে যাবে কাল থেকেই! শুরু হবে দুর্যোগ-চলবে ঝড়ের তাণ্ডব, কতদিন এই বিপর্যয় চলবে রাজ্যে?

একটানা বৃষ্টি দেখেছে দক্ষিণবঙ্গ। তবে দুদিন ধরে একটু হলেও আকাশ পরিষ্কার হয়েছে। যদিও আবহাওয়া দফতরের দাবি এটা সাময়িক। শুক্র থেকেই নাকি আবার ভিজবে বাংলা। কতদিন চলবে বৃষ্টি?

Parna Sengupta | Published : Sep 19, 2024 2:44 PM
110

গত কয়েকদিন জেলায় জেলায় মুষলধারে বৃষ্টি হয়েছে। ঝমঝমিয়ে বৃষ্টি আর ডিভিসির ছাড়া জলের কারণে পুজোর আগেই বহু জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

210

ইতিমধ্যেই রাজ্যের ১০টি জেলায় পরিস্থিতি খতিয়ে দেখতে শীর্ষ আধিকারিকদের পাঠিয়েছে নবান্ন। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিকে ‘ম্যান মেড বন্যা’ বলে অভিযোগ করেছেন।

310

এই আবহে ফের বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। গত সপ্তাহে শুক্রবার থেকে সোমবার অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টি হয়েছে। মঙ্গলবার থেকে আবহাওয়ার খানিক বদল এসেছে।

410

বৃষ্টি থেমেছে, মেঘ সরিয়ে মুখ বাড়িয়েছে সূর্য। এর মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাব না থাকায় আগামী কয়েকদিন রাজ্যে তেমন ঝেঁপে বৃষ্টি হবে না। তবে অল্পবিস্তর বর্ষণের সম্ভাবনা রয়েছে।

510

আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য বৃষ্টিপাতের (Rainfall Alert) সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা আজ অল্পবিস্তর ভিজতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

610

কোথায় কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ সেপ্টেম্বর অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে।

710

আগামীকাল তথা শুক্রবার অবশ্য দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।

810

ওই ৫টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

910

শনিবার থেকে সোমবার অবধি দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে কোথাও হলুদ সতর্কতা জারি করা হয়নি

1010

অন্যদিকে উত্তরবঙ্গের কথা বলা হলে, ওদিকের কোনও জেলায় আপাতত ভারী বর্ষণের সম্ভাবনা নেই। আজ উত্তরের প্রত্যেকটি জেলার একটি অথবা দু’টি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos