এই দিন পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্রসদন, কালীঘাটে এই সময় ভিড় হয়। বড়দিনে উৎসবমুখী জনতার ঢল নামে রাস্তায়। বিজ্ঞপ্তি অনুসারে, বড়দিনে ব্লু লাইনে ২৭২ টির বদলে ২২৪টি মেট্রো চলবে। প্রতি ৭ মিনিটে পাওয়া যাবে পরিষেবা। গ্রিন লাইনে চলবে ২০১টি মেট্রো। ৬ মিনিট পরপর মেট্রো পােন।