প্রয়োজনে নথি জোগাড় করে দেবে তৃণমূল? প্রায় ১৪ হাজার BLA-কে নিয়ে নেতাজি ইন্ডোরে বৈঠক মমতার

Published : Dec 22, 2025, 12:36 PM IST

SIR- এ বাদ যাওয়া ভোটারদের পাশে দাঁড়াতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাদ যাওয়া ভোটারদের নথিপত্র সংক্রান্ত বিষয়ে সাহায্য করবে তৃণমূল। আজ নেতাজী ইনডোরে কী বার্তা দিতে পারেন মমতা

PREV
16

রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে হাজার হাজার ভোটারের নাম বাদ গেছে। বাদ যাওয়া নামের মধ্যে, খোঁজ পাওয়া যায়নি ১২ লক্ষ ২০ হাজার ৩৯ জন ভোটারের। অন্যান্য কারণে বাদ পড়া নামের সংখ্যা ৫৭ হাজার ৬০৪। 'নো ম্যাপিং'য়ে থাকা প্রায় ৩০ লক্ষ ভোটারের কার্যত শুনানি হতে চলেছে বলে কমিশন সূত্রে খবর।

26

আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে BLA-দের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা ও পার্শ্ববর্তী তিন জেলার BLA-দের সঙ্গে বৈঠক করবেন তিনি। SIR-এর খসড়া তালিকায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ গেছে, তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বাদ যাওয়া ভোটারদের পাশে দাঁড়াতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল।

36

আজকের বৈঠকে BLA-দের ভূমিকা নিয়ে বার্তা দেওয়া হতে পারে দলীয় স্তরে। বাদ যাওয়া ভোটারদের নথিপত্র সংক্রান্ত বিষয়ে সাহায্য নিয়েও দেওয়া হতে পারে পরামর্শ । ইতিমধ্যে ভবানীপুরে নিজের বিধানসভা কেন্দ্রের BLA-দের নিয়ে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নেতাজি ইন্ডোরে বৈঠকের আগে বিভিন্ন জায়গায় হয়েছে প্রস্তুতি বৈঠক।

46

এসআইআরের খসড়া তালিকায় কাদের নাম উঠল না, তা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে দলে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের তরফে বিএলএ ও বিএলএ-২ যাঁরা এই কাজে সরাসরি যুক্ত সোমবার দলীয় সভায় তাঁদের আরও একবার ‘নিবিড়’ বার্তা দিতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

56

নেতাজি ইন্ডোরে আজকের সেই সভায় আমন্ত্রিত কলকাতা ও লাগোয়া জেলার ৪০টি বিধানসভার বিএলএ, বিএলএ ২-সহ দলীয় কর্মীরা। বৈধ ভোটারের নাম খসড়া তালিকায় না উঠলে তার জন্য সরাসরি বিজেপিই দায়ী বলে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে তৃণমূল।

66

গত মঙ্গলবার নিজের ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে দলীয় বৈঠকের দিনই মমতা বলে দেন কোন পরিস্থিতিতে। কেন ভোটারদের নাম ওঠেনি তার খবর নিতে হবে। বলেছিলেন, ‘বুথ লেভেল এজেন্টদের আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। আরও নিবিড়ভাবে বিষয়টি তাঁদের জানতে হবে।’

Read more Photos on
click me!

Recommended Stories