মমতার সঙ্গে টক্করে পারলেন না? পদ থেকে নাকি সরে যাচ্ছেন রাজ্যপাল! গোপন তথ্য ফাঁস হতেই শোরগোল

Published : Jul 02, 2024, 08:41 PM ISTUpdated : Jul 02, 2024, 08:42 PM IST
Mamata Gov

সংক্ষিপ্ত

আগামী ৩ জুলাই সংসদের চলতি অধিবেশন শেষ হবে। এরপর পশ্চিমবঙ্গের রাজ্যপাল বদলের বিষয়ে নর্থ ব্লক এবং সাউথ ব্লক সিদ্ধান্ত নিতে পারে বলে খবর। অবিলম্বে যাতে রাজ্যপালের পদ থেকে বোসকে সরানো হয়, সেটা নাকি ইতিমধ্যেই দিল্লিকে ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছে বাংলা।

ভগবানগোলা এবং বরানগরের দুই জয়ী তৃণমূল বিধায়কের শপথ নিয়ে টানাপোড়েন চলছে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বিরক্ত বলে খবর। আর এই নিয়ে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সংঘাতের খবর বারবার সামনে এসেছে। বিগত বেশ কিছুটা সময় ধরে শিরোনামে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর মাঝেই সামনে এল বড় খবর। পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে নাকি সরিয়ে দেওয়া হতে পারে বোসকে! সত্যিই কি তাই?

গত এক দশকে কেন্দ্র-রাজ্য সম্পর্কের সমীকরণ অনেকটা বদলেছে। অনেকখানি আড়ষ্টতা এসেছে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, লোকসভা নির্বাচনে ফল ঘোষণার পর জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান অনেকখানি পোক্ত হয়েছে। নানান কারণে গত কয়েকদিনে তাঁকে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রমুখ। অনেকের অনুমান, এটা কেন্দ্র-রাজ্যের বোঝাপড়ার একটা ইঙ্গিত হতে পারে।

আগামী ৩ জুলাই সংসদের চলতি অধিবেশন শেষ হবে। এরপর পশ্চিমবঙ্গের রাজ্যপাল বদলের বিষয়ে নর্থ ব্লক এবং সাউথ ব্লক সিদ্ধান্ত নিতে পারে বলে খবর। অবিলম্বে যাতে রাজ্যপালের পদ থেকে বোসকে সরানো হয়, সেটা নাকি ইতিমধ্যেই দিল্লিকে ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছে বাংলা। তবে চমকপ্রদ বিষয় হল, শুধুমাত্র তৃণমূল নয়, রাজ্যপালকে নিয়ে নাকি বঙ্গ বিজেপির একাংশের মনেও বিরক্তির সঞ্চার হয়েছে। বোসকে সরিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপালের আসনে অন্য কাউকে বসানো হোক, তারাও নাকি এটাই চাইছেন।

মিডিয়া রিপোর্ট বলছে, বঙ্গ বিজেপির এক হেভিওয়েট নেতা নাকি এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পরিষ্কার জানিয়েছেন। লোকসভা নির্বাচনের আগে এবং পরে দু’বারই এই বিষয়ে জানানো হয়েছে তাঁকে। রাজ্যপালের অতিসক্রিয়তার ফলে খারাপ ছাড়া ভালো হচ্ছে না। এমনকি সাম্প্রতিক অতীতে তাঁর বিরুদ্ধে যেমন ধরণের অভিযোগ উঠেছে, তাতে গেরুয়া শিবির অস্বস্তিতে পড়েছে বলে খবর।

সাম্প্রতিক পরিস্থিতির দিকে নজর রেখে ওয়াকিবহাল মহলের অনুমান, রাজ্যের শাসক দল এবং বিরোধী দলের একাংশ যেহেতু রাজ্যপালের পদে আর বোসকে চাইছে না তাই শীঘ্রই এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারে দিল্লি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

আমি সব দিক থেকে বাঙালি হতে চাই: কেন এমন কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের ৩০০০ অভিযোগ! আদালতে রিপোর্ট দিল CBI