অসভ্য রাজ্য পশ্চিমবঙ্গ? চোপড়া ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধুয়ে দিয়ে এ কী বললেন রাজ্যপাল!

চোপড়ার এই ঘটনায় এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন 'সরকার সমর্থিত হিংসা চলছে রাজ্যে, এই বিষয়টি অত্যন্ত উদ্বেগের। যে সমাজ মহিলাদের রক্ষা করতে পারে না, সেই সমাজ সভ্যসমাজ বলে গণ্য হয় না।'

Parna Sengupta | Published : Jul 2, 2024 7:23 AM IST

রবিবারই চোপড়ার লক্ষ্মীপুরে হওয়া একটি ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়। তাতে দেখা যায়, এক তরুণ এবং এক তরুণীকে রাস্তায় ফেলে একছড়া কঞ্চি দিয়ে বেধড়ক মারছেন এক ব্যক্তি। মার খেতে খেতে বিশ্রস্ত অবস্থায় প্রায় গুটিয়ে যাওয়া তরুণীকে চুলের মুঠি ধরে টেনে এনে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে আবার চলে মার।

চোপড়ার এই ঘটনায় এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন 'সরকার সমর্থিত হিংসা চলছে রাজ্যে, এই বিষয়টি অত্যন্ত উদ্বেগের। যে সমাজ মহিলাদের রক্ষা করতে পারে না, সেই সমাজ সভ্যসমাজ বলে গণ্য হয় না।'

উল্লেখ্য, রবিবার সন্ধ্যাবেলায় চোপড়া থানার পুলিশ গ্রেফতার করে জেসিবিকে। সোমবার তাকে পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে খবর জেসিবির বিরুদ্ধে পাঁচটি ধারায় মামলা করা হয়েছে। এর মধ্যে খুনের চেষ্টা-সহ দু’টি জামিনঅযোগ্য ধারা রয়েছে।

এদিকে, চোপড়া কাণ্ডের খবর পেয়ে সোমবারই দিল্লি থেকে এসে পৌঁছেছিলেন শিলিগুড়িতে। মঙ্গলবার সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোস শিলিগুড়ি থেকে রওনা হন বাগডোগরার উদ্দেশে। সেখান থেকে সড়কপথে তিনি পৌঁছবেন চোপড়ায়। কথা বলবেন চোপড়াকাণ্ডের আক্রান্ত এবং তাঁদের পরিবারের সঙ্গে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'১৪ তলায় বসে যা খুশি...আসল জায়গায় ধরেছেন উনি, এবার যা করার আমি করব' | Suvendu Adhikari | BJP | TMC |
কালো পতাকা দেখানো! শুভেন্দুও দিলেন চরম জবাব! রানাঘাটে শোরগোল! | Suvendu Adhikari | BJP | Ranaghat |
'আপনি তো হিন্দু, আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলছে' ফিরহাদের মন্তব্যের কড়া জবাব | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : বাগদায় পদযাত্রা ও সভা করে দেখালেন শুভেন্দু অধিকারী, দেখুন
'নবান্ন থেকে মমতা ফোন করেছিল...' কি বলেছে জানিয়ে দিলেন শুভেন্দু! দেখুন | Suvendu Adhikari | BJP |