SSC একাদশ-দ্বাদশের ফল প্রকাশ হলেও 'থমকে' নিয়োগ প্রক্রিয়া, মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে

Published : Nov 08, 2025, 10:18 AM IST

স্কুল সার্ভিস কমিশন (SSC) একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে। কিন্তু ফল প্রকাশের পরেও নিয়োগ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। ফল প্রকাশের দিনেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আটকে রয়েছে একটি মামলা 

PREV
17
নিয়োগ নিয়ে অনিশ্চয়তা

সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন (SSC) একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে। কিন্তু ফল প্রকাশের পরেও নিয়োগ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। ফল প্রকাশের দিনেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আটকে রয়েছে একটি মামলা। ফল প্রকাশের দিনেই তৈরি হয়েছে এই জটিলতা।

27
মামলা

SSC বা স্কুল সার্ভিক কমিশনে নিয়োগ পরীক্ষায় অতিরিক্ত নম্বর দেওয়াকে কেন্দ্র করে মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু সেই মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে না। এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তাই ফল প্রকাশের পরেও থমকে গেছে নিয়োগ প্রক্রিয়া।

37
অমৃতা সিনহার নির্দেশ

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানান, পরীক্ষার ফল প্রকাশ হলেও তাঁর ভবিষ্যৎ নির্ভর করবে এই মামলার ফলাফলের ওপর। আগামী ১২ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

47
ব্রাত্য বসুর ঘোষণা

সোশ্যাল মিডিয়ায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছেন, 'এসএসসি একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়োগ সংক্রান্ত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশ ও অভিভাবকত্বে, রাজ্য ও জেলা প্রশাসনের সহযোগিতায় স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত এই পরীক্ষা আজ নতুন আশার দ্বার উন্মোচন করল। এই ফল প্রকাশ কেবলমাত্র একটি প্রশাসনিক পদক্ষেপ নয়। বরং ডিসেম্বরের মধ্যেই নতুন নিয়োগের বাস্তবায়নের পথে এক অনন্য অগ্রযাত্রা।'

57
চাকরিহারাদের উদ্দেশ্যে বার্তা

চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, দুশ্চিন্তার কোনও কারণ নেই। রাজ্য সরকার সর্বতোভাবে চাকরিহারা শিক্ষকদের পাশে রয়েছে বলেও তিনি জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এবার নিয়োগ প্রক্রিয়ায় প্রতিটি পদক্ষেপই স্বচ্ছতার সঙ্গে নেওয়া হবে।

67
এসএসসি পরীক্ষা

একাদশ-দ্বাদশে মোট পরীক্ষার্থী ছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন। গত ১৪ সেপ্টেম্বর ৩৫টি বিষয়ের উপর রাজ্যের ৪৭৮টি কেন্দ্রে পরীক্ষা নেয় এসএসসি। নবম-দশম, একাদশ-দ্বাদশ এই দু’টি স্তর মিলিয়ে শূন্যপদ ৩৫ হাজার ৭২৬টি। তার মধ্যে একাদশ ও দ্বাদশের শূন্যপদ ১২ হাজার ৫১৪টি। কিন্তু জটিলতা তৈরি হয় অন্য ইস্যুতে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী ৫ বছরের বেশি পড়ানোর অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়, তাকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয় হাই কোর্টে।

77
আবেদনকারীর বক্তব্য

আবেদনকারীদের বক্তব্য যাদের প্যানেল বাতিল হল তাদের অভিজ্ঞতার ভিত্তিকে তারা কী করে অতিরিক্ত ১০ নম্বর পাবে? বিজ্ঞপ্তি অনুযায়ী এক বছরের অভিজ্ঞতার জন্য ২ নম্বর করে বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে এসএসসি। ৫ বছরের অভিজ্ঞতার জন্য ১০ নম্বর । যা নিয়ে নতুন পরীক্ষাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারাই দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টের।

Read more Photos on
click me!

Recommended Stories