জমা দেওয়ার সময়সীমা ও পরামর্শ
ফর্ম (SIR Form) হাতে পাওয়ার পর প্রায় এক মাস সময় থাকে জমা দেওয়ার জন্য। তবে শেষ মুহূর্তে না রেখে যত দ্রুত সম্ভব জমা দেওয়াই ভালো। এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলেছেন –
ফর্মের একটি ফটোকপি আগে করে নিন।
প্রথমে সেই কপিতে সমস্ত তথ্য অনুশীলন হিসেবে পূরণ করুন।
সবকিছু ঠিকঠাক নিশ্চিত হলে মূল ফর্মটি পূরণ করুন।
আপনার এলাকার বিএলও (BLO) জানিয়ে দেবেন কখন তিনি ফর্ম সংগ্রহ করতে আসবেন। প্রয়োজনে ফোনে যোগাযোগ করেও জানা যেতে পারে।