প্রথম দিনেই পার্থ-মুকুলের নাম আদালতে, SSC মামলার বিচার প্রক্রিয়া শুরু

Published : Sep 20, 2025, 09:18 AM IST

SSC Case: নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া শুরু আলিপুর বিশেষ আদালতে। ভার্চুয়াল শুনানিতে যোগ দেন পার্থ চট্টোপাধ্যায়। মামলায় নাম উঠেছে পার্থ ও মুকুল রায়ের। 

PREV
16
SSC-র বিচার প্রক্রিয়া শুরু

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া শুরু। এসএসসি-র নবম-দশম, একাদশ-দ্বাদশ ও গ্রুপ সি - এই তিনটি মামলার একসঙ্গে শুনানি শুরু হল। শুক্রবার আলিপুরে সিবিআই-এর বিশেষ আদালতে এই মামলার শুনানি শুরু হয়। বিচারক বিশ্বরূপ শেঠের এজলাসে শুরু হল বিচারপ্রক্রিয়া।

26
নাম উঠল...

প্রথম দিনের শুনানিতে হাসপাতাল থেকেই ভার্চুয়াল মাধ্যমেই শুনানিতে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর চোখে ছিল কালো চশমা। প্রথম দিনেই শুনানিতেই নাম উঠল তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় ও তৃণমূল কংগ্রেসের সেই সময়ের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়ের।

36
সিবিআই-এর বিশেষ সাক্ষী

এদিন আদালতে নিয়ে আসা হয়েছিল এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলকে। তিনি সিবিআই-এর বিশেষ সাক্ষী। আদালতে নিয়োগ দুর্নীতি সম্পর্কে বলতে দিয়ে পার্থ চট্টোপাধ্য়ায় ও মুকুল রায়ের নাম তোলেন।

46
প্রাক্তন চেয়ারম্যানের বক্তব্য

প্রাক্তন চেয়ারম্যান জানিয়েছেন, তাঁকে অবৈধ নিয়োগের জন্য চাপ দেওয়া হয়েছিল। তাঁর দাবি পার্থ চট্টোপাধ্য়ায়, মুকুল রায়রা তাঁকে বেআইনি নিয়োগের জন্য চাপ দিয়েছিলেন। তবে প্রাক্তন চেয়ারম্যান মুকুল রায় ক্লিনচিট দিয়েছেন বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে।

56
কার্যকাল

আদালতেই চিত্তরঞ্জন মণ্ডল জানিয়েছেন, তিনি ২০১১ সালে এসএসসির চেয়ারম্যান পদের দায়িত্ব নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কথায়। তিনি জানিয়েছেন, ২০১৩ সাল পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। তারপরই পদত্যাগ করেন। তবে কোনও কারণ না দেখিয়েই তিনি পদত্যাগ করেন বলেও আদালতে জানিয়েছেন।

66
মামলায় মুখ্যমন্ত্রীর নাম

এদিন এসএসসি মামলার শুনানিতে উঠল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নাম। প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল জানিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কথায় দায়িত্ব দিয়েছিলেন। তাঁর নামে অনুমোদন দিয়েছিলেন রাজ্যপাল। এই সময়েই বিবাদী পক্ষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত মামলা থেকে মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়ার কথা বলেন।

Read more Photos on
click me!

Recommended Stories