
Night Sky in Kolkata: কলকাতার আকাশে আর দেখা মিলছে না আমাদের চেনা তারাদের। রাতে শহরের আকাশে তাকালে হতাশ হতে হয়, কালো মেঘ ছাড়া চোখে পড়ে না কিছুই। দেখা যায় না ছায়াপথের রেখা। হারিয়েছে চেনা কালপুরুষ ও শুকতারা। কলকাতায় মহাকাশ বিজ্ঞান চর্চার অন্যতম কেন্দ্র বিড়লা তারামন্ডলের বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত কয়েক বছরে শহরের আলো এতটাই বেড়ে গিয়েছে যে, ন্যূনতম তারাও দেখা যায় না খালি চোখে। এবছর মহাকুম্ভ মেলার সময় সাত গ্রহ বুধ, শনি, শুক্র, বৃহস্পতি, মঙ্গল, নেপচুন ও ইউরেনাস এক সরলরেখায় এসেছিল। কিন্তু কলকাতার আকাশে টেলিস্কোপ দিয়েও ওই বিরল দৃশ্যের নজরবন্দি করতে পারেনি তারামণ্ডল কর্তৃপক্ষ। এম পি বিড়লা তারামণ্ডলের কিউরেটর ড. শুভব্রত দত্ত বলছেন, 'কলকাতা এখন অনেক ঝাঁ-চকচকে হয়েছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দূষণও। বাতাসে ধূলিকণার পরিমাণ তো বাড়ছে। রাত হলে আলোর দূষণও বেড়ে যায়। শীতকালে শহরে আকাশে সপ্তর্ষিমণ্ডলকে দেখা যেত। কিন্তু গত বছর তা দেখা যায়নি।'
পরিবেশ বিজ্ঞানী ড. স্বাতী নন্দী চক্রবর্তীর মতে, 'বৈজ্ঞানিক পদ্ধতিতে শহরে আলোকায়নের কাজ করা হচ্ছে না। যে কারণে শহর আলোকিত করতে গিয়ে দূষণমাত্রা বাড়িয়ে তোলা হচ্ছে। কোথায় কতটা আলো দরকার, তার কোনও সমীক্ষা করা হয় না। কিছু কিছু জায়গায় সারারাত অকারণে অতিরিক্ত আলো জ্বলে। এতে রাতভর আলোর দূষণে ভরে ওঠে মহানগর। দিনে সূর্যের আলোর জন্য তারাদের দেখা যায় না। রাতেও এই অতিরিক্ত আলোই আমাদের নজর থেকে তারাদের আড়াল করে রাখছে।' এর সঙ্গে আকাশছোঁয়া বহুতল ও বাতাসে ক্রমবর্ধমান ধুলিকণার মাত্রাও তারাদের আড়াল করে রাখছে। বিভিন্ন ভবন বা বড় বড় অনুষ্ঠানের হ্যালোজেন বা স্পট লাইট, স্ট্রিট লাইট, বিজ্ঞাপন বোর্ড, গাড়ির হেডলাইট ও বিল্ডিংয়ের কৃত্রিম আলো মিলে ঝলমলে শহরের আলোয় ঢেকে দিচ্ছে রাতের প্রাকৃতিক সৌন্দর্য।
বিশেষজ্ঞদের মতে, কলকাতায় রাতে আকাশে তারা দর্শন ফেরাতে হলে এগুলি করতে হবে-
১. অপ্রয়োজনীয় আলো বন্ধ রাখুন। নিচের দিকে নির্দেশিত আলো ব্যবহার করা যায় হ্যালোজেন বা স্ট্রিট লাইটের বদলে।
২. LED আলো ব্যবহার করুন।
৩. রাত ১০টার পর নির্দিষ্ট অঞ্চলে আলো সীমিত রাখা দরকার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।