নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে স্থগিত টিজার রিলিজ, সুরিন্দর ফিল্মস বলল 'বিচার চাই'

এবার আর জি কর (RG Kar) কাণ্ডের বিচার চেয়ে পিছিয়ে গেল সিনেমার টিজার রিলিজের দিনও। মানবিকতার নিদর্শন রাখল সুরিন্দর ফিল্মস (Surinder Films)।

Subhankar Das | Published : Aug 13, 2024 3:35 PM IST

এবার আর জি কর (RG Kar) কাণ্ডের বিচার চেয়ে পিছিয়ে গেল সিনেমার টিজার রিলিজের দিনও। মানবিকতার নিদর্শন রাখল সুরিন্দর ফিল্মস (Surinder Films)।

আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে (RG Kar Medical College & Hospital) তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা রাজ্য। এই আন্দোলন আর এখন শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রতিবাদে গর্জে উঠেছে সমগ্র দেশ। এদিকে মঙ্গলবার, পুলিশের (Police) উপর আস্থা রাখতে না পেরে এই ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

Latest Videos

আর এবার মানবিকতার স্বার্থে পাশে দাঁড়াল এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিও। প্রসঙ্গত, সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘খাদান’ সিনেমাটির টিজার রিলিজ হওয়ার কথা ছিল এর মধ্যেই। কিন্তু প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “আর জি করে যে ভয়াবহ এবং মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার জন্য আমরা ভীষণভাবে দুঃখিত এবং অনুতপ্ত। এই পরিস্থিতিতে আমাদের গোটা টিম এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায়। আর সেইজন্যই আমাদের নতুন সিনেমা ‘খাদান’-এর টিজার রিলিজ আপাতত স্থগিত রাখলাম।”

আরও বলা হয়, “এই মুহূর্তে আমরা শুধু একটাই দাবি করছি, সেটা হল সঠিক বিচার এবং দোষীদের শাস্তি। এখন আমরা তরুণী চিকিৎসকের পরিবারের পাশে দাঁড়িয়ে এই জঘন্য অপরাধের বিচার চাই।”

এদিকে, মঙ্গলবার অভিনেত্রী এবং পরিচালক অপর্ণা সেন (Aparna Sen) আর জি করে গিয়ে প্রতিবাদীদের পাশে দাঁড়ান। তিনি বলেন, “এই সিভিক ভলান্টিয়াররা কারা? তাদের কেন ঢুকতে দেওয়া হচ্ছে? পুলিশের জবাবদিহি করার প্রয়োজন আছে। কেন পুলিশ মৃতাকে রক্তাক্ত অবস্থায় দেখেও এটাকে একটা আত্মহত্যার ঘটনা বলে ঘোষণা করল? কেন পুলিশ তড়িঘড়ি এত ব্যস্ত হয়ে উঠল ময়নাতদন্ত করার জন্য? এই সব প্রশ্ন আমাদের সকলের মনে উঠেছে এবং এইসব প্রশ্নের জবাব আমরা চাই। ছাত্রছাত্রীদের বলছি, আমার কণ্ঠ তোমাদের কণ্ঠের সঙ্গে মেলালাম।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
RG Kar Hearing Live : আর জি কর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি, দেখুন সরাসরি
'কুকুরের লেজ যেমন সোজা হয়না তেমনই মমতার পুলিশকে পরিবর্তন করা যায় না' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর