কলকাতায় ফিরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। ‘মিমির বিলম্বিত বোধোদয় হয়েছে। আমার বিরুদ্ধে ৪০ টা মামলা করেছে। ৪ বছর ধরে হাপিয়ে গেছে মমতা। এনামুলের কাছ থেকে ৫ কোটি টাকা নিয়েছে গরু পাচারের।’
কলকাতায় ফিরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। 'মিমির বিলম্বিত বোধোদয় হয়েছে। আমার বিরুদ্ধে ৪০ টা মামলা করেছে। ৪ বছর ধরে হাপিয়ে গেছে মমতা। এনামুলের কাছ থেকে ৫ কোটি টাকা নিয়েছে গরু পাচারের। দেবকে কেন কাস্টডিতে নিচ্ছে না ইডি? বিকাশ সিংহ, নিরাপদ সর্দাররা কেউ জড়িত নয়। আমাদের জন্য ড্রোন উড়ছে, শাহজাহানের জন্য তো ওড়ে না। ৭ হাজার কোটি টাকার ঋণ পাচ্ছে না রাজ্য।'