Suvendu-Mamata: 'মমতাকে হারাবই! তৃণমূলের সব মুসলিম বিধায়কদের রাস্তায় ফেলব!' চ্যালেঞ্জ শুভেন্দুর

Published : Mar 12, 2025, 01:35 PM IST

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একের পর এক বেলাগাম আক্রমণ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক থেকে বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। কী বললেন তিনি?

PREV
110

‘আগামী ১০ মাসের মাথায় বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি’। মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক থেকে এমনই ভবিষ্যদ্বাণী করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

210

এরই সঙ্গে তিনি জানালেন ক্ষমতায় আসার পর বিজেপির ‘এজেন্ডা’ কী হবে!

410

বিরাট হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু এদিন বললেন,’আগামী বিধানসভা ভোটে বিমান বন্দ্যোপাধ্যায় (Biman banerjee), মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata banerjee) হারাব। আর ওদের দলের যে সব মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে ১০ মাস পরে এই রাস্তায় ফেলব!’

510

এখানেই শেষ নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একের পর এক বেলাগাম আক্রমণ করেছেন এদিন শুভেন্দু (Suvendu Adhikari)।

610

মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু সম্বোধন করেছেন ‘সাম্প্রদায়িক সরকার’, ‘সাম্প্রদায়িক পুলিশ’, ‘মুসলিম লিগ টু’ নামে।

710

একইসাথে এদিন বিরোধী দলনেতার অভিযোগ,’বিধানসভার ভেতরে যা হচ্ছে তা শুধু বেপরোয়া নয়, অসাংবিধানিক। বাংলার হিন্দু জনগণকে উপড়ে ফেলতে চায় এরা। দিল্লিতে এই ঔদ্ধত্য কেজরিওয়াল দেখাতে গিয়েছিল তাই ওখানকার মানুষ আপকে উপড়ে ফেলেছে। বাংলাতেও আগামী বছর এটাই হবে।’

810

বাংলার একাধিক জায়গায় হিন্দু মন্দিরে ভাঙচুর চালানোর অভিযোগ এনে বিরোধী দলনেতা এদিন বললেন, ‘ভারতীয় সংবিধানে ধর্মীয় স্থান রক্ষা করার কথা বলা হয়েছে। অথচ বাংলায় তা লঙ্ঘিত হচ্ছে।’

910

এই অভিযোগ জানিয়ে বিধানসভায় মুলতুবি প্রস্তাব এনেছিলেন বিজেপি বিধায়করা। কিন্তু পাল্টা প্রতিবাদ জানান শাসক দলের বিধায়করা। তারপরেই অধ্যক্ষ বিজেপির প্রস্তাব খারিজ করে দেন।

1010

শুভেন্দু এদিন বললেন, ‘আমরা বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিলাম। ওরা গায়ের জোরে তা খারিজ করেছে।’ এরপরই তৃণমূলের জিতে আসা মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Read more Photos on
click me!

Recommended Stories