Kolkata Metro: দোলে সকাল থেকে চলবে না একটাও মেট্রো! কখন চালু হবে পরিষেবা? দেখে নিন টাইম টেবিল

Published : Mar 12, 2025, 10:35 AM IST

বড় খবর। দোলের দিন অর্থাৎ শুক্রবার সকাল থেকে কোনও মেট্রো পরিষেবা পাবেন না যাত্রীরা! ফলে বড়সড় ভোগান্তি অপেক্ষা করছে তাঁদের জন্য। বলা হচ্ছে দোলের দিন দুপুর গড়িয়ে ছাড়বে মেট্রো, রঙ খেলার আগে জেনে নিন সময়সূচি।

PREV
117

সাধারণত দোলের দিন মেট্রোর সংখ্যা কিছুটা কম থাকে। আসলে ওই দিন রাস্তায় অন্যান্যদিনের মতো যাত্রী থাকে না। বহু অফিসে ছুটি থাকে।

217

সেকারণে এবারও দোলের দিন মেট্রোর সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম থাকবে।

317

এবার দুপুর আড়াইটে থেকে শুরু হবে ব্লু লাইনে মেট্রো পরিষেবা। দুপুর তিনটে থেকে গ্রিন লাইন ১ ও গ্রিন লাইন ২-এ মেট্রো পরিষেবা শুরু হবে। অরেঞ্জ ও পার্পল লাইনে কোনও মেট্রো চলবে না দোলের দিন।

417

দোলের দিন প্রথম মেট্রো ছাড়তেই দুপুর গড়িয়ে যাবে।

517

১৪ মার্চ দোলের দিন ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে ২৬২টির পরিবর্তে সব মিলিয়ে ৬০টি মেট্রো চলাচল করবে। আড়াইটে থেকে পরিষেবা শুরু হবে।

617

কবি সুভাষ ও নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটে নাগাদ।

717

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটের সময়।

817

নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো সকাল ৭টা ৮ মিনিটে ছাড়বে না সেদিন। দোলের দিন প্রথম মেট্রো ছাড়বে দুুপুরে আড়াইটের সময়।

917

শেষ মেট্রোর সময়ের কোনও বদল হচ্ছে না এই লাইনে।

1017

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড সেদিন প্রথম মেট্রো সকাল ৭টায় ছাড়বে না। সেদিন প্রথম মেট্রো ছাড়বে বিকেল ৩টের সময়।

1117

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে বিকেল ৩টের সময়

1217

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যাওয়ার শেষ মেট্রো ৯টা ৪৫ মিনিটের পরিবর্তে রাত ৮টায় ছাড়বে সেদিন।

1317

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত আটটায়।

1417

সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত প্রথম ট্রেন সকাল ৭টা ৫ মিনিটের জায়গায় দুপুর ৩টের সময় ছাড়বে।

1517

শিয়ালদা থেকে সেক্টর ফাইভ যাওয়ার প্রথম মেট্রো সকাল ৬টা৫৫ মিনিটে ছাড়বে না। সেদিন মেট্রো ছাড়বে বিকেল ৩টের সময়।

1617

সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা যাওয়ার শেষ মেট্রো ৯টা ৪০ মিনিটের পরিবর্তে ছাড়বে রাত ৮টায়।

1717

শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ৩৫ মিনিটে ছাড়বে না। সেদিন ছাড়বে রাত আটটায়। অর্থাৎ সময় কিছুটা এগিয়ে নিয়ে আসা হচ্ছে।

click me!

Recommended Stories