শুভেন্দুর এই মন্তব্যের পর তাঁকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়েছেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের হয়ে তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন,’নন্দীগ্রামে এবার ওঁকে হারিয়ে ছাড়ব। আর ওঁর বিধায়ক হিসেবে সময়সীমা মাত্র এক বছর। তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে। আগেও যেমন বলেছিলাম, আজও আবার বলে যাচ্ছি, একবছর বাদে রাস্তায় ঘুরে বেড়াবে।’