Weather Update: রবিতেও ৭ জেলায় হাই অ্যালার্ট, ঝড়-বৃষ্টির সাঁড়াশি আক্রমণ আজ
আজ সকাল থেকেই গোমড়া আকাশের মুখ। মনে হচ্ছে যে কোনও মুহূর্তে বৃষ্টি নামতে পারে। সত্যি কি আজ বৃষ্টি হবে? ছুটি দিনে আপনারও কী আজ কোথাও বাড়ি বাইরে বেরোনোর পরিকল্পনা রয়েছে? তাহলে জেনে রাখুন আজকের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে।
যে কারণে ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। এদিকে আজ রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ হয়ে রয়েছে।
510
রবিবার ছুটির দিনেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগের আভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।
610
ব্যাপক বৃষ্টিপাতের জন্য সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।
710
এছাড়া বৃষ্টি হবে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায়।
810
ব্যাপক বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আর সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।
910
বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার উপকূলে। সেই সঙ্গে রয়েছে অক্ষরেখার প্রভাব।
1010
তার ফলেই রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।