কলকাতায় তিনতলা বাড়ি ভেঙে মৃত্যু কিশোরের! বাগুইআটিতে মর্মান্তিক ঘটনা

Published : Aug 03, 2024, 09:21 AM IST
Collapse

সংক্ষিপ্ত

বাগুইআটিতে তিনতলা বাড়ির একাংশ ভেঙে মৃত্যু হয় এক কিশোরের!

ফের হর কলকাতায় ভেঙে পড়ল বহুতল। তিনতলা বাড়ির একাংশ ভেঙে পড়ল বাগুইআটিতে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক কিশোরের। মৃত কিশোর ওই বাড়ির বাসিন্দা বলেই জানা গিয়েছে। মৃত কিশোরোর নাম ধ্রুবজ্যোতি মণ্ডল।

সারা দিন ধরে বৃষ্টি হয় বৃহস্পতিবার। রাতে আচমকাই ভেঙে পড়ে তিন তলা বাড়ির একাংশ। ছাদ ভেঙে তলায় চাপা পড়ে যায় কিশোর। বহু কষ্টে তাঁকে উদ্ধার করে দমকল।

বাড়ি ভেঙে পড়ার পাঁচ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দল। পরে অচৈতন্য অবস্থাতেই আরজিকর হাসপাতালে ভর্তি করা হয় ওই কিশোরকে। পরে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। উচ্চমাধ্যমিকে ৮০ শতাংশ নম্বর পেয়েছিল মৃত কিশোর। যথেষ্ট মেধাবী ছাত্র হিসেবাই পরিচিতি তাঁর।

বাড়িটি ১৫ বছরের পুরান বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার প্রথমে তিন তলার ছাদ ভেঙে পড়ে দোতলায় এরপর দোতলার ছাদ ভেঙে পড়ে একতলায়। বাড়িতে একাই ছিলেন ধ্রুবজ্যোতি। অন্য কোথাও থাকার জন্য বাড়ি খুঁজতে গিয়েছিল তাঁর মা ও দাদা। বাড়ির বেশ কয়েক জায়গায় ফাটল দেখা গিয়েছিল যার জেরেই হঠাৎ ভেঙে পড়ে বাড়িটি বলে জানিয়েছে পুলিশ।

PREV
click me!

Recommended Stories

মেসির কাছে দুঃখপ্রকাশ করে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর, মমতা গেলেন না যুবভারতীতে
নিজের ৭০ ফুটের মুর্তি নিজেই উদ্বোধন করলেন মেসি, ভার্চুয়াল অনুষ্ঠানে পাশে ছিলেন সুজিত বসু