কলকাতায় তিনতলা বাড়ি ভেঙে মৃত্যু কিশোরের! বাগুইআটিতে মর্মান্তিক ঘটনা

বাগুইআটিতে তিনতলা বাড়ির একাংশ ভেঙে মৃত্যু হয় এক কিশোরের!

Anulekha Kar | Published : Aug 3, 2024 3:51 AM IST

ফের হর কলকাতায় ভেঙে পড়ল বহুতল। তিনতলা বাড়ির একাংশ ভেঙে পড়ল বাগুইআটিতে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক কিশোরের। মৃত কিশোর ওই বাড়ির বাসিন্দা বলেই জানা গিয়েছে। মৃত কিশোরোর নাম ধ্রুবজ্যোতি মণ্ডল।

সারা দিন ধরে বৃষ্টি হয় বৃহস্পতিবার। রাতে আচমকাই ভেঙে পড়ে তিন তলা বাড়ির একাংশ। ছাদ ভেঙে তলায় চাপা পড়ে যায় কিশোর। বহু কষ্টে তাঁকে উদ্ধার করে দমকল।

Latest Videos

বাড়ি ভেঙে পড়ার পাঁচ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দল। পরে অচৈতন্য অবস্থাতেই আরজিকর হাসপাতালে ভর্তি করা হয় ওই কিশোরকে। পরে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। উচ্চমাধ্যমিকে ৮০ শতাংশ নম্বর পেয়েছিল মৃত কিশোর। যথেষ্ট মেধাবী ছাত্র হিসেবাই পরিচিতি তাঁর।

বাড়িটি ১৫ বছরের পুরান বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার প্রথমে তিন তলার ছাদ ভেঙে পড়ে দোতলায় এরপর দোতলার ছাদ ভেঙে পড়ে একতলায়। বাড়িতে একাই ছিলেন ধ্রুবজ্যোতি। অন্য কোথাও থাকার জন্য বাড়ি খুঁজতে গিয়েছিল তাঁর মা ও দাদা। বাড়ির বেশ কয়েক জায়গায় ফাটল দেখা গিয়েছিল যার জেরেই হঠাৎ ভেঙে পড়ে বাড়িটি বলে জানিয়েছে পুলিশ।

Share this article
click me!

Latest Videos

স্বাস্থ্য দফতরের পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে সরব Suvendu Adhikari | R G Kar Case
পরনে উর্দি, অথচ পা টলোমলো! রায়গঞ্জের রাস্তায় মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর উৎপাত | Raiganj News Today
'লক্ষ্মীর ভাণ্ডার! দিদি চোর...' হাতে বাঁশ নিয়ে TMC নেতাদের অপেক্ষায় গ্রামবাসীরা! | Panskura Flood |
এ আরেকটা শাহজাহান! অপহরণের অভিযোগে কাউন্সিলরের গ্রেফতারিতে কটাক্ষ শুভেন্দুর | Suvendu Adhikari
অবশেষে ধর্না প্রত্যাহারের সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের, দেখুন কী বললেন তাঁরা | Junior Doctors