ফের কলকাতায় ভুয়ো কল সেন্টারের খোঁজ মিলল, বেহালা থেকে বসে চলছিল প্রতারণা

ফের কলকাতায় ভুয়ো কল সেন্টারের খোঁজ মিলল। সূত্র মারফৎ খবর পেয়ে অভিযান চালাল পুলিশ।

ফের কলকাতায় ভুয়ো কল সেন্টারের খোঁজ মিলল। সূত্র মারফৎ খবর পেয়ে অভিযান চালাল পুলিশ।

খাস কলকাতার বেহালায় বসে চলছিল প্রতারণা। এই ঘটনায় মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে, বেশ কয়েকটি কম্পিউটার, ভিওআইপি ফোন, হেডফোন এবং ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করেছেন তদন্তকারীরা।

Latest Videos

আপাতত ধৃতদের জেরা চলছে। জানার চেষ্টা করা হচ্ছে যে, এই দুষ্ট চক্রে আরও কেউ জড়িত আছে কিনা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরেই ঐ ধৃত ব্যক্তিরা নিজেদেরকে একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী বলে পরিচয় দিত। তারা সকলে মিলে আসলে বিদেশি নাগরিকদের প্রতারণা করতেন বলেই অভিযোগ।

তদন্তে উঠে এসেছে, তারা সব অস্ট্রেলিয়ান শিফট করত। মানে অস্ট্রেলিয়ার নাগরিকদেরকে প্রথমে ফোন করা হত। তারপর ইন্টারনেট পরিষেবায় গোলমালের কথা বলে তা মেরামতি করে দেওয়ার আশ্বাস দিত প্রতারকরা। পুরোটাই কিন্তু অনলাইনে। এরপর সেই সুযোগে বিদেশি নাগরিকদের থেকে ব্যাঙ্ক এবং এটিএম কার্ডের তথ্য হাতিয়ে নিত প্রতারকের দল।

তারপরই ব্যাঙ্ক থেকে গায়েব হয়ে যেত লক্ষ লক্ষ টাকা। খবর অনেকদিন ধরেই আসছিল বেহালা থানার কাছে। এরপরই গোপনে অভিযান চালায় পুলিশ। ভারতীয় আইনবিধি অনুযায়ী ৬১(২)/৩১৯(২), ৩৩৮/৩৩৬(৩) সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বেহালা থানার পুলিশ। এই চক্রের মূল মাথা কোথায় আছে, তা জানার চেষ্টা চলছে।

জানা যাচ্ছে, অভিযুক্তরা প্রথমে ই-কমার্স সাইট হ্যাক করে আমেরিকা এবং কানাডার গ্রাহকদের তথ্য জোগাড় করত। তারপর মূলত যারা আইওএস (ios) অর্থাৎ, আই ফোন বুক করছে তাদেরকে বাছাই করে টার্গেট করা হত। এরপর ভয়েসওভার প্রোটোকলের মাধ্যমে যোগাযোগ করে বাতিল টাকা ফেরৎ দেওয়ার আশ্বাস দিতেন তারা।

আর সেই টোপে পা দিলেই বিদেশি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরো খালি করে দেওয়া হত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik