ফের কলকাতায় ভুয়ো কল সেন্টারের খোঁজ মিলল, বেহালা থেকে বসে চলছিল প্রতারণা

ফের কলকাতায় ভুয়ো কল সেন্টারের খোঁজ মিলল। সূত্র মারফৎ খবর পেয়ে অভিযান চালাল পুলিশ।

Subhankar Das | Published : Aug 2, 2024 1:58 PM IST

ফের কলকাতায় ভুয়ো কল সেন্টারের খোঁজ মিলল। সূত্র মারফৎ খবর পেয়ে অভিযান চালাল পুলিশ।

খাস কলকাতার বেহালায় বসে চলছিল প্রতারণা। এই ঘটনায় মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে, বেশ কয়েকটি কম্পিউটার, ভিওআইপি ফোন, হেডফোন এবং ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করেছেন তদন্তকারীরা।

Latest Videos

আপাতত ধৃতদের জেরা চলছে। জানার চেষ্টা করা হচ্ছে যে, এই দুষ্ট চক্রে আরও কেউ জড়িত আছে কিনা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরেই ঐ ধৃত ব্যক্তিরা নিজেদেরকে একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী বলে পরিচয় দিত। তারা সকলে মিলে আসলে বিদেশি নাগরিকদের প্রতারণা করতেন বলেই অভিযোগ।

তদন্তে উঠে এসেছে, তারা সব অস্ট্রেলিয়ান শিফট করত। মানে অস্ট্রেলিয়ার নাগরিকদেরকে প্রথমে ফোন করা হত। তারপর ইন্টারনেট পরিষেবায় গোলমালের কথা বলে তা মেরামতি করে দেওয়ার আশ্বাস দিত প্রতারকরা। পুরোটাই কিন্তু অনলাইনে। এরপর সেই সুযোগে বিদেশি নাগরিকদের থেকে ব্যাঙ্ক এবং এটিএম কার্ডের তথ্য হাতিয়ে নিত প্রতারকের দল।

তারপরই ব্যাঙ্ক থেকে গায়েব হয়ে যেত লক্ষ লক্ষ টাকা। খবর অনেকদিন ধরেই আসছিল বেহালা থানার কাছে। এরপরই গোপনে অভিযান চালায় পুলিশ। ভারতীয় আইনবিধি অনুযায়ী ৬১(২)/৩১৯(২), ৩৩৮/৩৩৬(৩) সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বেহালা থানার পুলিশ। এই চক্রের মূল মাথা কোথায় আছে, তা জানার চেষ্টা চলছে।

জানা যাচ্ছে, অভিযুক্তরা প্রথমে ই-কমার্স সাইট হ্যাক করে আমেরিকা এবং কানাডার গ্রাহকদের তথ্য জোগাড় করত। তারপর মূলত যারা আইওএস (ios) অর্থাৎ, আই ফোন বুক করছে তাদেরকে বাছাই করে টার্গেট করা হত। এরপর ভয়েসওভার প্রোটোকলের মাধ্যমে যোগাযোগ করে বাতিল টাকা ফেরৎ দেওয়ার আশ্বাস দিতেন তারা।

আর সেই টোপে পা দিলেই বিদেশি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরো খালি করে দেওয়া হত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'কীভাবে থেকে কোটি কোটি টাকা লুটত সন্দীপ ঘোষের সিন্ডিকেট?' দেখুন কী বললেন ডাঃ অর্চনা মজুমদার | RG Kar
লাইভ সম্প্রচারে আপত্তি কীসের মমতার? প্রশ্ন তুললেন সিনিয়র ডাক্তাররা | R G Kar Protest | Doctors
RG Kar News | ‘বাবা তৃণমূল বিধায়ক তাই আপনারা এসেছেন’ কী বললেন TMC MLA সুদীপ্ত রায়ের কন্যা
RG Kar News | 'সন্দীপ ঘোষ আমায় ফোন করেছিল' CBI চলে যেতেই সব বলে দিলেন TMC MLA সুদীপ্ত রায়
অবশেষে ৩০ জনকে নিয়েই নবান্নে বৈঠকে এল ডাক্তাররা, এবার কী স্বাভাবিক হবে পরিস্থিতি? R G Kar Protest