কলকাতায় সায়েন্স সিটিতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ১৭ টি দেশের পসরা এক প্রাঙ্গণে

২২ তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার চলছে সায়েন্স সিটিতে। সেখানে ভারতের বিভিন্ন রাজ্যের জিনিসপত্র তো আছেই৷ দুর্দান্ত এই বাণিজ্য মেলায় রয়েছে হরেক দেশের হরেক চোখধাঁধানো দ্রব্য।

২২ তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার চলছে সায়েন্স সিটিতে। সেখানে ভারতের বিভিন্ন রাজ্যের জিনিসপত্র তো আছেই৷ দুর্দান্ত এই বাণিজ্য মেলায় রয়েছে হরেক দেশের হরেক চোখধাঁধানো দ্রব্য। আয়োজনে দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স এবং জি এস মার্কেটিং অ্যাসোসিয়েশন। গত ১৫ ডিসেম্বর শুরু হয়েছে মেলা। চলবে ১ জানুয়ারি পর্যন্ত। ১৭টি দেশ থেকে আসা পণ্যের পাশাপাশি এই মেলায় রয়েছে ভারতের ২২টি রাজ্য থেকে আসা জিনিসপত্রের দারুণ সম্ভার।

08:54বাঘাযতীনে এসে ফিরহাদ হাকিমকে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী, দেখুন কী বলছেন03:14'৫০০ টাকা দিয়ে মানুষের জীবন কিনে নিয়েছেন নাকী?' স্যালাইন কাণ্ডে মমতাকে প্রশ্ন দিলীপের04:56'এদের পুরো টাকাই ফেরত দিতে হবে', প্রমোটার ও কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু09:17রায় ঘোষণার পর কোর্টে চিৎকার! বিচারকের সামনে বিস্ফোরক দাবী সঞ্জয়ের | RG Kar latest news | RG Kar Case09:16RG Kar Case Verdict : 'আমি যদি ওকে ধর্ষণ করতাম...' কোর্টে চিৎকার করে বিচারকের সামনে বিস্ফোরক দাবী সঞ্জয়ের03:08'শুধু সঞ্জয় কেন, সন্দীপ ও বিনীতকে দোষী সাব্যস্ত করলে খুশি হতাম' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari03:08Suvendu Adhikari : 'শুধু সঞ্জয় কেন, সন্দীপ ও বিনীতকে দোষী সাব্যস্ত করলে খুশি হতাম' বিস্ফোরক শুভেন্দু02:19RG Kar Case Update Today : সাজা ঘোষণা সোমবার, আর জি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়02:20RG Kar কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সাজা ঘোষণা সোমবার | RG Kar case update today | Sanjay Roy02:57'IC কে বাধ্য করব মমতার পোষ্যদের গ্রেফতার করতে', দেশপ্রিয় পার্কে ঝাঁঝিয়ে উঠলেন শুভেন্দু