শেষমেশ আর জি কর কাণ্ডে আজীবন কারাদণ্ডের সাজা পেলেন সঞ্জয় রায়। এই বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী জানান 'তদন্তটাই ঠিকঠাক হল না'।
শেষমেশ আর জি কর কাণ্ডে আজীবন কারাদণ্ডের সাজা পেলেন সঞ্জয় রায়। এই বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী জানান 'তদন্তটাই ঠিকঠাক হল না'। তিনি আরও জানান তিনি মনে করেন শুধু একা সঞ্জয় নয় এর পিছনে আরও অনেক আছে। এছাড়াও সৌম্য আইচ রায়ও জানায় গাফিলতি রয়েছে তদন্ত পক্রিয়ায়।