Behala School: রাতের অন্ধকারে শহরের নামী স্কুলে চুরি, খোয়া গেল ১০ হাজার টাকা

Published : Mar 16, 2025, 05:22 PM IST
Kolkata police assistant commissioner arrested for duping money

সংক্ষিপ্ত

স কলকাতায় শহরের ফের নামী স্কুলে হামলার(Kolkata Crime News) অভিযোগ। দু-দিন স্কুল বন্ধ থাকায় সেই সুযোগে রাতের অন্ধকারে স্কুলের কলাপসিবল গেটের তালা ভেঙে অফিস ঘর, প্রধান শিক্ষিকার ঘরে ঢুকে রীতিমত তাণ্ডবলীলা চালালো অজ্ঞাতপরিচয় দুস্কৃতীরা।  

কলকাতা: খাস কলকাতায় শহরের ফের নামী স্কুলে হামলার(Kolkata Crime News) অভিযোগ। দু-দিন স্কুল বন্ধ থাকায় সেই সুযোগে রাতের অন্ধকারে স্কুলের কলাপসিবল গেটের তালা ভেঙে অফিস ঘর, প্রধান শিক্ষিকার ঘরে ঢুকে রীতিমত তাণ্ডবলীলা চালালো অজ্ঞাতপরিচয় দুস্কৃতীরা। ঘটনাটি ঘটেছে, বেহালার বাণিতীর্থ গার্লস হাইস্কুলে (West Bengal News)।

জানা গিয়েছে, শুক্রবার ও শনিবার স্কুল বন্ধ ছিল। রবিবার (Today Latest News) সকালে বিদ্যালয়ের কেয়ারটেকার স্কুলের বাগানের গাছে জল দিতে এসে দেখেন, স্কুলের প্রধান কলাপসিবল গেটের তালা ভাঙা। টিচার ইনচার্জের ঘর এবং আরেকটি ঘরেরও তালা ভাঙা। মোট সাতটি আলমারি ভাঙা। এই বিষয়ে বিদ্যালয়ের টিচার ইনচার্জ জানিয়েছেন যে, একটি আলমারি থেকে প্রায় দশ হাজার টাকা চুরি হয়ে গিয়েছে। বাকি আলমারিগুলো থেকে বিভিন্ন ফাইল লন্ডভন্ড করা হয়েছে (Crime News)। স্কুল কর্তৃপক্ষের আশঙ্কা যে, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা বিদ্যালয়ের প্রতিটি জায়গা ভালো করে চেনে জানে। না হলে কোন ঘরে কোথায় দরকারি জিনিসপত্র রয়েছে এটা বাইরের অন্য কারও পক্ষে জানা সম্ভব নয়। গোটা বিষয়টি নিয়ে ভীত স্কুল কর্তৃপক্ষ। রাতের অন্ধকারে এভাবে স্কুলে চুরি! পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।

এদিকে চুরির বিষয়ে মুখ খুলেছেন বেহালা বাণিতীর্থ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা চক্রবর্তী। তিনি বলেন, ''আমাদের গ্রুপ ডি স্টাফ গাছে জল দিতে এসে হাইস্কুলের গেটের তালাগুলি ভাঙা অবস্থায় দেখেন (Behala School News)। স্টাফরুম অক্ষত রয়েছে, তবে অফিস রুম ও প্রধান শিক্ষিকার ঘরের তালা ভাঙা। পর্ণশ্রী থানায় অভিযোগ জানিয়েছি।''

তিনি এও বলেন, ''স্কুল থেকে ১০ হাজার টাকা চুরি গিয়েছে। ফাইলপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ঘটনায় পরিচিত কেউ যুক্ত বলে মনে হচ্ছে।'' এদিকে খোদ স্কুলের ভিতরে চুরির ঘটনায় পর্ণশ্রী থানায় (Parnashree Police Station) লিখিত অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। খতিয়ে দেখা হচ্ছে স্কুলের CCTV ফুটেজ। এই ঘটনার সঙ্গে ভিতরের কেউ জড়িত কিনা সেই বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

News Round-up: ফের এসআইআর-আতঙ্কে মৃত্যু থেকে বিহারে সরকার গঠন, সারাদিনের খবর এক ক্লিকে
SIR in Bengal : বাস করে দেড় লক্ষ, ভোটার মাত্র ৩ হাজার! গুলশান কলোনিতে এরা কারা?