ছাত্র সমাজের আন্দোলনে অগ্নিগর্ভ শহরের বিভিন্ন জায়গায়। হাওড়া ব্রিজে বিশাল ব্যারিকেডের সামনে জল কামান পুলিশের। কোণা এক্সপ্রেসওয়েতে ব্যারিকড ভাঙল আন্দোলনকারীরা।
ছোঁড়া হল কাঁদানে গ্যাস। হাওড়া ব্রিজের অবস্থা অত্যন্ত খারাপ। একের পর এক কাঁদানে গ্যাসের সেল ছোঁড়া হল।
আন্দোলনকারীদের আটকাতে সমানে জল কামানের ব্যবহার করছে কলকাতা পুলিশ। অন্যদিকে জাতীয় পতকা হাতে নিয়ে ব্যারিকেডের উপরে উঠল আন্দোনকারীরা।
যাতে কোনও ভাবে হাওড়া ব্রিজের উপরে আন্দোলনকারীরা উঠতে না পারে তার ব্যবস্থা করা হয়েছে।
কড়া নিরাপত্তা ব্যবস্থা চলছে কলকাতা ও হাওড়ার বিভিন্ন অঞ্চলে। যান নিয়ন্ত্রণ করছে পুলিশ। জারি হয়েছে একাধিক বিধি নিষেধ।
কোণা এক্সপ্রেস ওয়েতে ক্ষোবে ফেটে পড়েছেন জনতা। কেন তাঁদের মিছিল করতে দেওয়া হচ্ছে না তাই নিয়ে বিক্ষোভ করছেন তাঁরা। বসে পড়েছেন মাটিতে।
ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছেন। পুলিশকে লক্ষ্য করে রেলের পাথর ছোঁড়া হচ্ছে।
ব্যারিকেড ভাঙতে পাথর ছুঁড়ছেন সাধারণ মানুষ। সাঁতরাগাছিতেও ভয়াবহ পরিস্থিতি।
আন্দোলনকারীদের দাবি “নবান্নে যেতে দিতে হবে”। ফাটান হচ্ছে একের পর এক কাঁদানে গ্যাসের সেল।
এরই মাঝে মিছিল শুরুর আগের ছবিতে দেখা গেল রাস্তার ধারেই বিরিয়ানির প্যাকেট হাতে বসে পড়েছেন পুলিশ কর্মীরা। চলছে পেট পুজো।