বিরিয়ানির প্যাকেট হাতে রাস্তার ধারে পুলিশ, মিছিল আসতেই ধুন্ধুমার কাণ্ড! দেখুন ছবিতে ছবিতে

চারিদিকে পুলিশে ছয়লাপ। নবান্ন ঘেরাওয়ের কর্মসূচিতে রাস্তায় রাস্তায় ধুন্ধুমার কাণ্ড। এরই মাঝে ধরা পড়ল অন্যরকম ছবি। মিছিল আসার আগেই পেটপুজো সেরে নিচ্ছেন পুলিশ কর্মীরা। দেখুন আজকের নানা মুহুর্তের ছবি।

Parna Sengupta | Published : Aug 27, 2024 8:48 AM IST
110

ছাত্র সমাজের আন্দোলনে অগ্নিগর্ভ শহরের বিভিন্ন জায়গায়। হাওড়া ব্রিজে বিশাল ব্যারিকেডের সামনে জল কামান পুলিশের। কোণা এক্সপ্রেসওয়েতে ব্যারিকড ভাঙল আন্দোলনকারীরা।

210

ছোঁড়া হল কাঁদানে গ্যাস। হাওড়া ব্রিজের অবস্থা অত্যন্ত খারাপ। একের পর এক কাঁদানে গ্যাসের সেল ছোঁড়া হল।

310

আন্দোলনকারীদের আটকাতে সমানে জল কামানের ব্যবহার করছে কলকাতা পুলিশ। অন্যদিকে জাতীয় পতকা হাতে নিয়ে ব্যারিকেডের উপরে উঠল আন্দোনকারীরা।

410

যাতে কোনও ভাবে হাওড়া ব্রিজের উপরে আন্দোলনকারীরা উঠতে না পারে তার ব্যবস্থা করা হয়েছে।

510

কড়া নিরাপত্তা ব্যবস্থা চলছে কলকাতা ও হাওড়ার বিভিন্ন অঞ্চলে। যান নিয়ন্ত্রণ করছে পুলিশ। জারি হয়েছে একাধিক বিধি নিষেধ।

610

কোণা এক্সপ্রেস ওয়েতে ক্ষোবে ফেটে পড়েছেন জনতা। কেন তাঁদের মিছিল করতে দেওয়া হচ্ছে না তাই নিয়ে বিক্ষোভ করছেন তাঁরা। বসে পড়েছেন মাটিতে।

710

ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছেন। পুলিশকে লক্ষ্য করে রেলের পাথর ছোঁড়া হচ্ছে।

810

ব্যারিকেড ভাঙতে পাথর ছুঁড়ছেন সাধারণ মানুষ। সাঁতরাগাছিতেও ভয়াবহ পরিস্থিতি।

910

আন্দোলনকারীদের দাবি “নবান্নে যেতে দিতে হবে”। ফাটান হচ্ছে একের পর এক কাঁদানে গ্যাসের সেল।

1010

এরই মাঝে মিছিল শুরুর আগের ছবিতে দেখা গেল রাস্তার ধারেই বিরিয়ানির প্যাকেট হাতে বসে পড়েছেন পুলিশ কর্মীরা। চলছে পেট পুজো।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos