সারা রাত প্রবল ঝড় বৃষ্টি, সোমবার কি বদলাবে আবহাওয়া? বড় আপডেট দিল আলিপুর

আরও শক্তিশালী হয়েছে নিম্নচাপ। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শুধু রবিবারই নয় গত দুদিন ধরেই প্রবল বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ। শহর থেকে শহরতলির একাধিক রাস্তা জলমগ্ন। সোমবার কি বদলাতে চলেছে পরিস্থিতি! জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট।

Parna Sengupta | Published : Aug 26, 2024 1:02 AM IST
19

বঙ্গোপসাগরে তৈরী হয়েছে ঘূর্ণাবর্ত। বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে এই সাইক্লোনিক সার্কুলেশন।

29

আবহাওয়া দপ্তর (Weather Office) জানাচ্ছে এর জেরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে।

39

যার প্রভাবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। সোমবার পর্যন্ত ভারী বর্ষণের পূর্বাভাস।

49

গত কয়েকদিন থেকে বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কোথাও কোথাও তুমুল তাণ্ডবও হয়েছে।

59

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবারেও জারি থাকবে বৃষ্টি। এদিন বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও কম-বেশি বর্ষণ জারি থাকবে।

69

সোমবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। গতকালের পর সোমবারও মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর।

79

আজ ও আগামীকাল উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

89

বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত।

99

মোটের ওপর ২৫ ও ২৬ অগাস্ট রাজ্যের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

Share this Photo Gallery
click me!

Latest Videos