লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথীকে টেক্কা! এই প্রকল্পে নাম তুললেই মিলবে ৫,০০০ টাকা! শুরু হল আবেদন

রাজ্যের সবথেকে জনপ্রিয় দুটো প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্য সাথী। এবার এগুলিকে টেক্কা দেওয়ার মত প্রকল্প চালু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুর্দান্ত প্রকল্পে আবেদন করলেই মিলবে ৫০০০ টাকা। কীভাবে আবেদন করবেন, জেনে নিন।

Parna Sengupta | Published : Jan 16, 2025 8:34 AM
110

সাধারণ মানুষদের সুবিধার্থে বিভিন্ন জনহিতকর প্রকল্প চালানো হয় সরকারের তরফে। যেগুলির মাধ্যমে প্রত্যক্ষভাবে লাভবান হন জনগণ।

210

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের তরফে শুরু করা লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) এবং স্বাস্থ্যসাথীর (Swasthya Sathi) মত প্রকল্পগুলি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে।

310

মানুষকে স্বনির্ভর করতে তাদেরকে উদ্দেশ্য করেই বিভিন্ন পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে সরকারের তরফে।

410

শুধু তাই নয়, সেগুলির মধ্যে এমন একটি প্রকল্প রয়েছে যেখানে আপনি আবেদন করলেই ৫,০০০ টাকা পেয়ে যাবেন।

510

এমতাবস্থায় এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর হতে পারবেন অনেকেই।

610

তবে, এই অনুদান পাওয়ার যোগ্য হলে সেক্ষেত্রে সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।

710

এক্ষেত্রে মোট ৯,০০০ জন এই ৫,০০০ টাকার অনুদান পাবেন।

810

তবে, এককালীন কিন্তু ৫,০০০ টাকা মিলবে না। বরং, কয়েকটি ধাপে ধাপে এই টাকা দেওয়া হবে।

910

মূলত, মাছ চাষের মাধ্যমে স্বনির্ভর হতে চাইলে আপনি এই প্রকল্পের মাধ্যমে ৫,০০০ টাকা অনুদান পাবেন।

1010

শুধু তাই নয়, মৎস্যচাষের ক্ষেত্রে যাঁরা অন্যের পুকুর বা জলাশয় লিজ নিয়ে মাছের চারা ছাড়ছেন তাঁরাও এই প্রকল্পের মাধ্যমে সাহায্য পাবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos