শেষ কয় সপ্তাহ ধরে শীতের ঠান্ডা আমেজ উপভোগ করছেন রাজ্যবাসী। তাপমাত্রা পতন ঘটছে ক্রমে।
নতুন বছরের শুরু থেকেই শীতের আসা যাওয়া লেগেই আছে। মকর সংক্রান্তিতে ফের ফিরল শীত।
বুধবার অর্থাৎ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছিল ১৫.৪ ডিগ্রিতে। সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৪.১ ডিগ্রিতে।
আগামী কদিনে আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে বিশেষ বার্তা দিল হাওয়া অফিস।
সূত্রের খবর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা নেই।
আগামী ৪-৫ দিন বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ নদিয়ায় কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই শুষ্ক থাকবে। তবে এই সকল জেলায় কুয়াশার দাপট থাকতে পারে।
আগামীকাল থেকেই উত্তরবঙ্গে চারটি জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে। সেখানে হলুদ সতর্কতা জারি হয়েছে।
কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর ও মালদার একটি বা দুটি অংশে হালকা বা মাঝারি কুয়াশা পড়বে।
আগামী মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার তেমন কোনও হেরফের হবে না বলে খবর।
Sayanita Chakraborty