লোকাল ট্রেনে উঠতে গেলে এবার থেকে মানতেই হবে এই নিয়ম! বিস্ফোরক রায় কলকাতা হাইকোর্টের

বৃহস্পতিবার লোকাল ট্রেন সংক্রান্ত একটি মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে, সেখানেই কোর্টের হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বিশেষ রায় দিয়েছে।

লোকাল ট্রেনকে মানুষের লাইফ লাইন বলা হয়। কোটি কোটি মানুষ এই লোকাল ট্রেন ব্যবহার করেন। যাত্রীরা যাতে নিরাপদে রেল সফল করতে পারেন তার জন্য প্রতিনিয়ত রেল পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে ভারতীয় রেল। প্রতিদিন রেল যাত্রীদের সফর আরও বেশি আরামদায়ক এবং নিরাপদ করে তুলতেই প্রতিনিয়ত সজাগ দৃষ্টি থাকে ভারতীয় রেলের। এবার লোকাল ট্রেনের মহিলা যাত্রীদের জন্য সংরক্ষিত কামরা নিয়েও একটি বড় রায় দিল কলকাতা হাইকোর্ট।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার লোকাল ট্রেন সংক্রান্ত একটি মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে, সেখানেই কোর্টের হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বিশেষ রায় দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী এবার থেকে লোকাল ট্রেনের মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় আর কোনোভাবে পুরুষরা উঠতে পারবেন না। আর যদি কেউ এই নিয়ম ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এ বিষয়ে একটি মামলাও করা হয়েছে কলকাতা হাইকোর্টে। ওই মামলার পরিপ্রেক্ষিতেই এদিন কড়া নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Latest Videos

বলা হয়েছে ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় কোন পুরুষ উঠলেই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেনের মহিলা কামরায় পুরুষযাত্রীরা যাতায়াত করায় কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন পিয়েতা ভট্টাচার্য নামে এক মহিলা রেল যাত্রী। এবিষয়ে আদালতের প্রধান বিচারপতি বলেছেন,’একটি অভিযোগ সঠিক হলেও দুর্ভাগ্যজনক। এই সব বিষয়ে রেলকে আরও কড়া হতে হবে। যাত্রী নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে।’

মামলার পরিপ্রেক্ষিতেই রেলের তরফ থেকে জানানো হয়েছে, মাতৃভূমি লোকালে যাতে পুরুষ যাত্রীরা উঠতে না পারেন, তার জন্যই লোকাল ট্রেনে নিরাপত্তারক্ষী রাখা হয়েছে। পাশাপাশি গত জুন মাস পর্যন্ত শিয়ালদা ডিভিশনে সঠিক টিকিট না কেটে যাত্রা করায় ৩৪৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে মামলাকারী অভিযোগ করেছিলেন, মহিলা কামরায় পুরুষরা ওঠার প্রতিবাদ করলে জোটে দুর্ব্যবহারের।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News