বদল হচ্ছে নিয়ম, বাদ গেল হাজার হাজার অ্যাকাউন্ট, ফেব্রুয়ারি থেকে এই সকল মহিলারা পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার

Published : Jan 13, 2025, 09:25 AM IST

লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের জন্য নতুন নিয়ম চালু হয়েছে। বয়সের সীমা একই থাকলেও এবার থেকে প্রমাণপত্র জমা দিতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করতে হবে। KYC সম্পন্ন সিঙ্গেল অ্যাকাউন্ট থাকাও বাধ্যতামূলক, নাহলে ভাতা বন্ধ হয়ে যাবে।

PREV
110

লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের জন্য বছর শুরুতে এল খারাপ খবর। বাতিল হচ্ছে একের পর এক অ্যাকাউন্ট।

210

বদল হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম। যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আসতেন তাদের নতুন নিয়ম মানতে হবে না হলে মিলবে না ভাতা।

310

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একাধিক ভাতা চালু করেছে। তার মধ্যে আছে কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার।

410

এতদিন ২৫ বছর থেকে ৬০ বছর বয়সী মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। এবার থেকে বয়সের সীমা একই থাকলেও এবার জমা দিতে হবে প্রমাণপত্র।

510

তেমনই যারা লক্ষ্মীর ভাণ্ডার পান। তাদের এখনই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। তা না হলে আর ভাতার টাকা ঢুকবে না।

610

লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে আপনার সিঙ্গের অ্যাকাউন্ট থাকতে হবে। তা না হলে ভাতা বন্ধ হয়ে যাবে।

710

লক্ষ্মীর ভাণ্ডার যে অ্যাকাউন্টে ঢোকে সে অ্যাকাউন্টের KYC জমা দেওয়া থাকতে হবে। তা না হলে আর ভাতা মিলবে না।

810

আজই ব্যাঙ্কে গিয়ে আধার লিঙ্ক করে নিন। তা না হলে পাবেন না ভাতা।

910

বর্তমানে সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা করে ভাতা পান। আর তপসিলি মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন।

1010

বর্তমানে শুরু হতে চলেছে দুয়ারে সরকার। আপনি এখনও এই ভাতা না পেতে দ্রুত যোগাযোগ করতে পারেন।

click me!

Recommended Stories