বিবেকানন্দ জয়ন্তী ২০২৫: স্বামীজির জীবন ও বাণী আজও সবার কাছে অনুপ্ররণা

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস। এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। রবিবারও বিশ্বজুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে স্বামীজির জন্মদিবস পালন করা হচ্ছে।

Soumya Gangully | Published : Jan 12, 2025 12:59 AM
110
ভারতের অন্যতম মহান দার্শনিক, শিক্ষক, ধর্মগুরু, চিন্তাবিদ, সমাজসেবক স্বামী বিবেকানন্দের জন্মদিবস

ভারতের অন্যতম মহান দার্শনিক, শিক্ষক, ধর্মগুরু, চিন্তাবিদ, সমাজসেবক স্বামী বিবেকানন্দ। তিনি যুবসমাজকে দেশ গড়ার ব্যাপারে অনুপ্রাণিত করেছিলেন।

210
স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী ২০২৫ সালে এসেও সবার কাছে অনুপ্রেরণামূলক

স্বামী বিবেকানন্দের আদর্শ, চিন্তাভাবনা, জীবনদর্শন আজও কোটি কোটি মানুষের কাছে অনুপ্রেরণা।

310
ঈশ্বরের উপর বিশ্বাস প্রসঙ্গে কী বলেছেন রামকৃষ্ণ পরমহংসের প্রিয়তম শিষ্য স্বামী বিবেকানন্দ?

নিজেকে বিশ্বাস করতে না পারলে কখনও ঈশ্বরের উপর বিশ্বাস করা যায় না।

410
জীবনে চলার পথে আশা ও প্রাপ্তি নিয়ে কী বলে গিয়েছেন স্বামী বিবেকানন্দ?

স্বামী বিবেকানন্দ বলেছেন, 'কারও কাছে কখনও কিছু চাইবেন না, বিনিময়ে কিছু আশা করবেন না। যা দিতে চান, দিন। তিনি আপনার কাছে ফিরে আসবেন, কিন্তু এখনই তাকে নিয়ে ভাববেন না।'

510
স্বামী বিবেকানন্দর চিন্তাশক্তি, জীবনদর্শন, আদর্শ সবার কাছেই অনুপ্রেরণা

স্বামী বিবেকানন্দ বলেছেন, 'যখন কোনও চিন্তা সম্পূর্ণরূপে মন দখল করে, তখন তা প্রকৃত শারীরিক বা মানসিক অবস্থায় পরিণত হয়।'

610
স্বামী বিবেকানন্দ শুধু চিন্তাই করতেন না, অত্যন্ত কর্মঠ মানুষও ছিলেন

স্বামী বিবেকানন্দ বলেছেন, 'একবারে একটি কাজ করুন এবং এই কাজ করার সময় সমস্ত চিন্তা সরিয়ে রেখে আপনার পুরো আত্মাকে এতে নিমজ্জিত করুন।'

710
স্বামী বিবেকানন্দের সবচেয়ে জনপ্রিয় ও অনুপ্রেরণামূলক বাণী কোনটি জানেন? দেখে নিন

'ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না', স্বামী বিবেকানন্দের এই বাণী আজও সবার কাছে অনুপ্রেরণা।

810
পারস্পরিক সম্পর্কের বিষয়ে স্বামী বিবেকানন্দ যে কথা বলে গিয়েছেন, তা আজও সমানভাবে প্রযোজ্য

স্বামী বিবেকানন্দ বলেছেন, 'যারা তোমায় সাহায্য করেছে, তাদের কখনও ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে, তাদের কোনও দিন ঘৃণা কোরো না। যারা তোমাকে বিশ্বাস করে, তাদের কখনও ঠকিও না।'

910
শিবজ্ঞানে জীব সেবার কথা বলেছিলেন এবং নিজের জীবন দিয়ে তা দেখিয়ে গিয়েছেন স্বামী বিবেকানন্দ

'জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর,' বলে গিয়েছেন স্বামী বিবেকানন্দ।

1010
স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শ সবার চলার পথেই পাথেয় হয়ে থাকতে পারে

স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন, 'সারাদিন চলার পথে যদি কোনও সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছো।'

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos