TMC News: তৃণমূলে নেই সৌরভ দাস! 'বেঙ্গল ফাইলস'এর টিজার প্রকাশ্যে আসতেই তুঙ্গে তরজা

Published : Jun 15, 2025, 08:25 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

West Bengal News: ছাব্বিশের নির্বাচনের আগেই কী  দলের সঙ্গে দূরত্ব বাড়ছে টলিউড অভিনেতা সৌরভ দাসের? কী বলছে তৃণমূল নেতৃত্ব? বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

West Bengal News: একুশের নির্বাচনের আগে যোগ আর ছাব্বিশের নির্বাচনের আগে দলে থাকা নিয়ে উঠল প্রশ্ন। আদেও কী তৃণমূলে রয়েছেন অভিনেতা সৌরভ দাস! এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে শাসকদলের অন্দরে। কারণ, সম্প্রতি প্রকাশ্যে এসেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর 'বেঙ্গল ফাইলস' সিনেমার টিজার। সেখানে সৌরভ দাসকে গোপাল পাঠার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। শাসকদলে থেকে এরকম একটি চরিত্রে অভিনয় নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে তার তৃণমূলে উপস্থিতি নিয়ে।

জানা গিয়েছে, শাসক দলের অন্দরের অনেক নেতারাই নাকি বলছেন একদা তৃণমূলে থাকলেও অভিনেতা সৌরভ দাসের সঙ্গে এখন আর তেমন যোগাযোগ নেই তৃণমূলের (TMC News)। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, 'কাশ্মীর ফাইলসের' বিখ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রীর 'দ্য বেঙ্গল ফাইলস'। সিনেমাটি মুক্তি পাবে আগামী ৫ সেপ্টেম্বর। সেই সিনেমার টিজার সম্প্রতি প্রকাশ্যে এসেছে। টিজারে বার্তা দেওয়া হয়েছে যে, বাংলা দ্বিতীয় কাশ্মীর হয়ে যাচ্ছে। সেই সিনেমাতে গোপাল পাঠার চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস। এমন একটি বিতর্কিত সিনেমায় অভিনয় করার পরই তৃণমূলের অন্দরেই তাঁর শাসকদলের সঙ্গে এখনও যোগ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেই জানুয়ারি মাসে তৃণমূলে যোগ দিয়েছিলেন টলিউড অভিনেতা সৌরভ দাস। সেই সময় প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন সৌরভ। আর তার কিছুদিন পরই সৌরভের জন্মদিনের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। জানা গিয়েছে, তারপর থেকে আর শাসকদলের প্রচারে বা তৃণমূলে দেখা যায়নি অভিনেতা সৌরভ দাসকে। যদিও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় দলের হয়ে তারকা প্রচারের তালিকায় নাম ছিল সৌরভ দাসের।

এদিকে তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় নাম থাকলেও দলে তার উপস্থিতি নিয়ে দলের অন্দরেই রয়েছে দ্বিমত। তিনি তৃণমূলে যোগ দিলেও কখনও সক্রিয় ভাবে রাজনীতি করেননি বলে জানিয়েছে দলীয় নেতৃত্বরা। জানা গিয়েছে, অভিনেতার বিভিন্ন কাজকর্মের জন্য একবছর আগেই দল তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। যদিও সেই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের তরফে স্পষ্ট কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে সৌরভের বিরুদ্ধে শাসক দলের কোনও ব্যবস্থা নেওয়া বা না নেওয়ায় উঠছে প্রশ্ন। যদিও বেঙ্গল ফাইলসের মতোন সিনেমায় অভিনয় করার জন্যই ফের তিনি আলোচনায় কীনা তা নিয়েও অবশ্য শুরু হয়েছে জল্পনা।

অন্যদিকে, কলকাতায় এসেছেন অনুব্রত মণ্ডল। তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল শনিবার দুপুরে যোগ দেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর ভবানীপুরের কার্যালয়ে। সেখনেই ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক হয়। বীরভূমে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল ক্রমশই প্রকাশ্যে আসছে। এই অবস্থায় অনুব্রত আদৌ কলকাতায় আসবেন কিনা তা নিয়ে দলের একাংশের মধ্যেই সংশয় ছিল। যদিও তিনি একা নন, বীরভূম জেলা পরিষদের কোর কমিটির সকল সদস্য উপস্থিত কলকাতায়। আসেন অন্যান্য জেলার নেতারাও।

অনুব্রত মণ্ডলের এক ঘনিষ্ট জানিয়েছেন, শুক্রবার বিকেলেই তিনি কলকাতায় পৌঁছে গিয়েছন। শুক্রবারই তিনি নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিয়েছেন। শনিবার বেলা ১টা নাগাদ ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক রোডে ভবানীপুরে সুব্রত বক্সীর পার্টি অফিসে ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক হয়। এই বৈঠকে যোগ দেওয়ার জন্যই জেলা সংগঠনের সভাপতি ও চেয়ারম্যানদের ডাকা হয়েছে। বীরভূম ও উত্তর কলকাতা জেলা সংগঠনের দায়িত্বের রয়েছে কোর কমিটি। তাই দুই সাংগঠনিক জেলার সকল সদস্যকেই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়।

সম্প্রতি জেলার সংগঠনের বেশ কিছু রদবদল হয়েছে তৃণমূলে। অনুব্রত বীরভূমের জেলা সভাপতি ছিলেন। কিন্তু বর্তমানে এই পদটি তুলে দেওয়া হয়েছে। তবে জেলায় আধিপত্য বিস্তারের লড়াই এখনও চলছে। অনুব্রত বনাম কাজল শেখের লড়াইতে রীতিমত নাজেহাল দশা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। এই অবস্থায় কলকাতায় বৈঠক ছিল রীতিমত তাৎপর্যপূর্ণ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা