Dilip Ghosh: ছাব্বিশের ভোটের আগেই তৃণমূলে যোগ দিচ্ছেন দিলীপ ঘোষ! TMC নেতার সঙ্গে সাক্ষাৎয়ের পর বিস্ফোরক মন্তব্য

Published : May 05, 2025, 11:01 AM ISTUpdated : May 05, 2025, 11:02 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Dilip Ghosh over TMC News: ওল্ড দীঘায় (Old Digha) পুরীর আদলে তৈরি জগন্নাথ ধামের শুভ উদ্বোধনে উপস্থিত হওয়ার পর থেকেই থেকেই বঙ্গ রাজনীতির চর্চায় তিনি।  

Dilip Ghosh over TMC News: ওল্ড দীঘায় (Old Digha) পুরীর আদলে তৈরি জগন্নাথ ধামের শুভ উদ্বোধনে উপস্থিত হওয়ার পর থেকেই থেকেই বঙ্গ রাজনীতির চর্চার কেন্দ্র বিন্দুতে রয়েছেন তিনি। আর কেউ নয়, কথা হচ্ছে বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) নিয়ে।

দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর থেকেই জল্পনা চলছে তাহলে কী এবার তৃণমূলে (TMC) যোগ দিতে চলেছেন বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ! সেই জল্পনায় অবশ্য এর আগে নিজেই ইতি টেনেছেন তিনি। বিজেপি ছেড়ে যে তিনি কোথাও যাচ্ছেন না, সে কথা আগেই সাফ জানিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তবে এবার তৃণমূল নেতার সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎ নিয়ে শুরু হয়েছে নতুন তরজা।

কার সঙ্গে সাক্ষাৎ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh News):-

সোমবার সকালে ইকো পার্কে (Eco Park) প্রাতঃ ভ্রমণের সময় বিজেপি নেতার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন নিউ টাউন তৃণমূলের যুব সভাপতি মহম্মদ আফতাব। দিলীপ ঘোষকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নিউ টাউনের এই তৃণমূল নেতা (TMC News)।

দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাও প্রসঙ্গে তৃণমূল নেতা মহম্মদ আফতাব বলেন, ''দিলীপ দার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য শুভেচ্ছা জানাতে এসেছি। দিলীপ দা বললেন ভালো করে প্রাকটিস করতে হবে। আমিও বললাম খেলা হবে। দিলীপ দা বললেন, দেখি আগামী দিনে কতটা খেলা হয়।'' তবে এই সৌজন্য সাক্ষাৎয়ের মধ্যে কোনও রাজনীতি নেই বলেও জানিয়েছেন দুই শিবিরের দুই নেতা।

এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ''আমার পাড়ার ছেলে। আগে আমাকে গো ব্যাক বলত, এখন ফুল দিচ্ছে। এখন যদি সবাই আমাকে নেতা বলে মেনে নেয়, আগে বিজেপির নেতা ছিলাম। এখন আমাকে সারা সমাজের লোক, পার্টির লোক নেতা বলে মানছে। আমি জানি না আমার মধ্যে কী যোগ্যতা পেয়েছে, তাঁদেরকে আমার শুভেচ্ছা।''

অন্যদিকে, দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর থেকেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছিলেন যে, তবে কী এবার ছাব্বিশের ভোটের আগে তৃণমূলে যোগ দেবেন দিলীপ ঘোষ! যা নিয়ে শুরু হয়েছে নানা মহলের গুনঞ্জনও। যদিও দিলীপ ঘোষ নিজেকে খাঁটি বিজেপির লোক বলে দাবি করে আসছেন প্রথম থেকেই। তবে রাজনীতির সৌজন্যে শাসক-বিরেোধী নেতাদের দল বদল নতুন কিছু নয়। তবে দিলীপ ঘোষ কী করবেন, সে কথা অবশ্য সময় বলবে।

প্রসঙ্গত, রাজ্য বিজেপি-র (BJP) প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিয়ের রিসেপশনে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এছাড়়া রাজ্যের একাধিক মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা-নেত্রীকেও আমন্ত্রণ জানিয়েছেন দিলীপ।

 তিনি রাজ্য বিজেপি-র কোন নেতা-নেত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানানোর কথা জানা গিয়েছে। এরপর দিলীপের দলবদল নিয়ে জল্পনা বেড়েছে। তিনি কয়েকদিনের মধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও দিলীপ ঘোষের একের পর এক পদক্ষেপে সেই জল্পনা বাড়ছে বৈকি কমছে না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা