দিনের ব্যস্ত সময়ে শহরে বড় বিপর্যয়! ভরা বর্ষায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ি, জখম ২

Published : Aug 07, 2025, 11:52 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

House Collapse News: ভরা বর্ষায় শহরে ফের বাড়ি বিপর্যয়। দিনের ব্যস্ত সময়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একতলা বাড়ির একাংশ। কোথায় ঘটল এমন দুর্ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Building Collapse News: অনরাইট ফার্স্ট লেনে পুরোনো বাড়ির একাংশ ভেঙে পড়ে আহত দুজন। চাঞ্চল্য এন্টলি থানা এলাকায়। ফের শহরে ভেঙে পড়ল পুরোনো বাড়ি। বৃহস্পতিবার দুপুরে এন্টলি থানা এলাকার অনরাইট ফার্স্ট লেনের ১ নম্বর বাড়ির একটি অংশ আচমকা ভেঙে পড়ে গুরুতর চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনায় দু’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। বাড়িটির অবস্থান কলকাতা পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের মধ্যে। হঠাৎ করেই একাংশ ভেঙে পড়ায় রাস্তায় চলাচলকারী পথচারীরাও আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, টানা বৃষ্টির কারণে বাড়ির কাঠামো আরও দুর্বল হয়ে পড়েছিল, যার ফলে এই বিপত্তি।

উল্লেখ্য, গত কয়েকদিনে শহরের বিভিন্ন প্রান্তে একাধিক পুরোনো বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। নাগরিক সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা। স্থানীয়দের দাবি, বারবার পুরসভাকে জানানো হলেও কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। পুরসভার তরফে জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ বাড়ির তালিকা হালনাগাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আরও দুর্ঘটনা এড়াতে অবিলম্বে পুরোনো বাড়িগুলোর স্বাস্থ্য পরীক্ষা জরুরি বলেই মনে করছেন শহরবাসী।

এদিকে চলতি মাসের ২ অগাস্ট উত্তর কলকাতায় ভেঙে পড়ে ২০০ বছরের পুরনো রাজবাড়ি। সেদিনের ঘটনায় আহত হয় ২জন শিশু। জানা গিয়েছে, আবারও ভেঙে পড়ল একটি পুরনো বাড়ি। এবার উত্তর কলকাতার মানিকতলা এলাকায়। গত ২ অগাস্ট শনিবার সকালে মানিকতলা মেন রোডের ধারে অবস্থিত একটি শতাব্দীপ্রাচীন দোতলা রাজবাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় আহত হয়েছে দুই শিশু, যাদের ESI হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে। 

সূত্রের খবর, প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল প্রায় ৬টা নাগাদ আচমকাই বাড়ির একটি অংশ ভেঙে পাশের একতলা বাড়ির উপর পড়ে যায়। সেই সঙ্গে একটি বড় চাঙর খসে পড়ে পাশে থাকা একটি বহুতলের কেয়ারটেকারের ঘরের উপর, যেখানে ওই দুই শিশু ঘুমিয়ে ছিল। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকতলা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, টানা বর্ষণের জেরেই এই ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। তবে বার বার পুরনো বাড়ি সারাইয়ের নোটিশ দেওয়ার পরও কর্তৃপক্ষের যে কোনও হেলদোল নেই এদিন বাড়ি ভেঙে পড়ার ঘটনায় ফের তার প্রমাণ মিলল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের