Murshidabad Waqf Clash: ওয়াকফ অশান্তিতে NIA তদন্তের দাবি, হাইকোর্টে জোড়া মামলা করল কে? জানুন এক ক্লিকে

Published : Apr 16, 2025, 03:36 PM IST
Calcutta High Court

সংক্ষিপ্ত

Waqf clash on Calcutta High Court: ওয়াকফ অশান্তিতে এনআইএ তদন্তের দাবি জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জোড়া মামলা। বুধবার মামলা দায়েরের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। বিশদে জানতে আরও পড়ুন…               

Waqf clash on Calcutta High Court: ওয়াকফ অশান্তিতে এনআইএ তদন্তের দাবি জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জোড়া মামলা। বুধবার মামলা দায়েরের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। বৃহস্পতিবার দুই মামলারই শুনানির সম্ভাবনা রয়েছে আদালতে।

গত ১১ এপ্রিলের পর থেকে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে রীতিমতো উত্তাল মুর্শিদাবাদ-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলা। আক্রান্ত বহু পরিবার। এই অশান্তির ঘটনায় এবার এনআইএ (NIA) তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মুর্শিদাবাদে আক্রান্তদের পরিবারের সদস্যরা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা।

অশান্তির ঘটনায় মামলাকারীদের অভিযোগ, তাদের বাড়িতে বোমা মারা হয়েছে। তাঁদের পরিবারের সদস্যরা আক্রান্ত। পুলিশের কাছে অভিযোগ জানানোর পরও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। এসপিকে মেল করেও কোনও জবাব পাওয়া যায়নি বলেই দাবি। তাই তাঁরা গোটা ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের দারস্থ হয়েছেন তারা।

এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই গত শনিবার রাত থেকেই কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ান, সামশেরগঞ্জ, সুতি সহ বিভিন্ন জায়গায়। গত শুক্রবার থেকে নেমেছে বিএসএফ। লাগাতার অশান্তির জেরে গ্রাম ছেড়ে পালিয়েছে বহু পরিবার। তাদের মধ্যে অধিকাংশই মহিলা। ঘরছাড়া পরিবারগুলো রাতের অন্ধকারে নদী পেরিয়ে আশ্রয় নিয়েছে মালদহের বৈষ্ণবনগরের বিভিন্ন স্কুলে। এই পরিস্থিতিতে অশান্তির ঘটনায় এবার এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। জানা গিয়েছে সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জ-সহ একাধিক জায়গার বেশ কয়েকজন বাসিন্দা এই মামলা করেছেন।

অপরদিকে, মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে বুধবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমেরও দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল এবং আইনজীবী সংযুক্তা সামন্ত। এনআইএ তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চান তাঁরা। তাঁদের দাবি, মুর্শিদাবাদে ৩০০ পরিবার ঘরছাড়া। ঘরছাড়াদের ঘরে ফেরানোর ব্যবস্থার জন্য নির্দেশ দেওয়ার জন্যও আদালতে আবেদন জানান তাঁরা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবারও সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের