বিধানসভা ভোটের আগে বঙ্গে বিজেপির হালহকিত কেমন? নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় অমিত শাহ

Published : Jan 31, 2026, 08:32 AM IST

Amit Shah Kolkata Visit Update: ভোটের মুখে ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাতেই কলকাতা পৌঁছেছেন তিনি। ভোটমুখি বাংলায় কী কী কর্মসূচি রয়েছে তার? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
ভোটের আগে ফের বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বেজে গিয়েছে বঙ্গ ভোটের দামামা। তার আগেই শুক্রবার রাতেই বাংলায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা মোদীর ডেপুটি অমিত শাহ। শুক্রবার শহরে শাহের কোনও ঘোষিত কর্মসূচি না থাকলেও রাতেই বিমানবন্দর থেকে সোজা পৌঁছে যান নিউ টাউনের হোটেলে। সেখানে শাহের সঙ্গে দেখা করতে হাজির হয়েছিলেন বঙ্গ বিজেপির প্রথম সারির কয়েক জন নেতা মন্ত্রীরা। 

25
শাহের সঙ্গে হোটেলে সাক্ষাৎ শমীক-শুভেন্দুর

বিজেপি সূত্রে খবর, রাতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে হোটেলে পৌঁছন রাজ্য বিজেপির প্রথম সারির একঝাঁক নেতা। তাদের মধ্যে ছিলেন শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির শীর্ষ নেতারা। ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দলীয় পর্যবেক্ষক সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব ও অমিত মালব্য। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। 

35
বঙ্গে ভোটের কাজের অগ্রগতি কতটা?

সূত্রের খবর, গত মাসেই বাংলায় সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সময় আসন্ন বঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্য বিজেপি নেতাদের কিছু কাজকর্ম দিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, মিটিংয়ে কী আলোচনা হলো সেই বিষয়ে কিছু জানা না গেলেও রাজ্যের ভোটের কাজের আপডেট, বঙ্গ বিজেপির সাংগঠনিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেছেন তিনি।

45
শাহের বঙ্গ সফরের কর্মসূচি

এদিকে একদিনের বাংলা সফরে ফের ঠাসা কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গে হাজির মোদীর ডেপুটি অমিত শাহ। কারণ একুশের বিধানসভা নির্বাচন, চব্বিশের লোকসভা নির্বাচনে ভরাডুবি থেকে শিক্ষা নিয়ে বাংলায় গেরুয়া শিবিরের হাল শক্ত করতে এখন থেকেই ভোটের রণকৌশল শুরুর তোড়জোড় চলছে বিজেপির অন্দরে। আর তাতে শান দিতে ঝটিকা সফরে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

55
কোথায় কোথায় সভা করবেন তিনি?

বিজেপি সূত্রে খবর, একদিনের এই বঙ্গ সফরে অমিত শাহ যাবেন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। আনন্দপুরী মাঠে কর্মী সম্মেলন করবেন তিনি। বনগাঁ, বসিরহাট, বারাসত ও ব্যারাকপুরে মোট ৪ জায়গায় সভা করবেন তিনি। এরপর বিকেল ৪টে নাগাদ বাগডোগরা থেকে বিমানে করে রওনা দেবেন দিল্লির উদ্দেশে। 

Read more Photos on
click me!

Recommended Stories