Dilip Ghosh: রাজনীতিতে দুই মেরুর বাসিন্দা, দ্বন্দ্ব ভুলে দিলীপ-রিঙ্কুকে শুভেচ্ছা বার্তা মমতার

Published : Apr 18, 2025, 06:37 PM ISTUpdated : Apr 18, 2025, 06:42 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Mamata on Dilip Ghosh: শুক্রবারের সন্ধ্যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাত্রী বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার।  সকাল থেকেই বিয়েতে ব্যস্ত দিলীপ ঘোষ। তার নিউটাউনের বাড়িতে লেগেই রয়েছে অতিথিদের আনাগোনা।

Mamata on Dilip Ghosh: শুক্রবারের সন্ধ্যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাত্রী বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার। এদিন সকাল থেকেই বিয়েতে ব্যস্ত দিলীপ ঘোষ। তার নিউটাউনের বাড়িতে লেগেই রয়েছে অতিথিদের আনাগোনা।

শুক্রবার সকালেই নিউ টাউনের বাড়িতে এসে দিলীপ ঘোষকে উপহার শুভেচ্ছা জানিয়ে গিয়েছেন সুকান্ত মজুমদার থেকে শমীক ভট্টাচার্য। বাদ যায়নি লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পালরা। এবার রাজনৈতিক বিরোধ ভুলে প্রাক্তন বিজেপি সাংসদ তথা বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষকে উপহার-ফুলের তোড়া শুভেচ্ছা বার্তা পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনীতিতে দুজনই দুই মেরুর বাসিন্দা। ময়দানে একে অপরকে আক্রমণ শানাতে ভোলেন না কখনও। সেসব কথা ভুলে দিলীপের বিশেষ দিনে তাঁকে উপহার পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, শুক্রবার নবান্নের আধিকারিকদের মাধ্যমে রাজ্য সরকারের লোগো লাগানো একটি হলুদ রঙের খাম পৌঁছয় দিলীপ ঘোষের বাড়িতে। ওই খামে সাদার উপর কালো রঙে লেখা ছিল বিজেপি নেতার নাম ও ঠিকানা। সঙ্গে একগুচ্ছ ফুল।

এদিকে রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকলেও পাল্টা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ভোলেননি পাত্র দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর তরফে উপহার পাওয়ার পর তিনি বলেন,''উনি আমার থেকে বয়সে অনেক বড়। রাজ্যের অভিভাবিকা। উনি আমাকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন। উনাকে ধন্যবাদ।''

অন্যদিকে দিলীপ ঘোষের নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের অনেক নেতা মন্ত্রীরা। বিজেপি নেতাকে শুভেচ্ছা জানিয়েছেন দেবাংশু ভট্টাচার্য, চন্দ্রিমা ভট্টাচার্য, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। শুধু তাই নয় দিলীপ ঘোষের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান যে অনস্বীকার্য সে কথা জানাতে ভোলেননি তৃণমূল নেতা কুণাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে কী লিখেছেন তিনি?

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বঙ্গে জাঁকিয়ে চলছে শীতের ইনিংস, উত্তরে কুয়াশার সতর্কতা, জানুন আজকের আবহাওয়ার আপডেট
পরিবার, বিবাহ শারীরিক তৃপ্তির উপায় নয়, Live In সম্পর্ক থেকে সন্তানের সংখ্য়া নিয়ে খোলাখুলি মোহন ভাগবত