Summer Vacation News: গরমের ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, কবে থেকে বন্ধ স্কুল জানালেন মমতা

সংক্ষিপ্ত

Summer Vacation:মাঝ চৈত্রেই গরমে হাঁসফাঁস অবস্থা। তীব্র দাবদাহে ছোটো ছোটো স্কুল পড়ুয়াদের কথা ভেবে গরমের ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ এপ্রিল থেকে রাজ্যজুড়ে সমস্ত প্রাথমিক ও হাইস্কুলে পড়ে যাচ্ছে গরমের ছুটি

Summer Vacation: মাঝ চৈত্রেই গরমে হাঁসফাঁস অবস্থা। তীব্র দাবদাহে ছোটো ছোটো স্কুল পড়ুয়াদের কথা ভেবে গরমের ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ৩০ এপ্রিল থেকে রাজ্যজুড়ে সমস্ত প্রাথমিক ও হাইস্কুলে পড়ে যাচ্ছে গরমের ছুটি। সিদ্ধান্ত রাজ্য সরকারের (West Bengal News)।

বৃহস্পতিবার এসএসসি মামলার রায় নিয়ে তড়িঘড়ি নবান্নে সাংবাদিক বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠক থেকেই রাজ্যে গরমে স্কুলের ছুটি নিয়ে সরকারি সিদ্ধান্তের কথা জানান তিনি। ফলে চলতি মাসেই রাজ্যজুড়ে প্রাথমিক ও উচ্চবিদ্যালয়গুলিতে পড়ে যাচ্ছে গরমের ছুটি। গরমে যাতে পড়ুয়াদের অতিরিক্ত কষ্ট না হয় তার জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

Latest Videos

অন্যদিকে, আগেই পূর্বাভাস ছিল যে রাজ্যে খুব শীঘ্রই পড়ে যেতে পারে গরমের ছুটি। সেই পূর্বাভাসেই বৃহস্পতিবার কার্যত সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী। এর আগে গরমে স্কুল পড়ুয়াদের স্বস্তি দিতে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এই বিষয়ে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ জেলার শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে একটি রিপোর্ট চেয়ে পাঠানো হয়। মার্চের শেষ থেকেই অতিরিক্ত গরম পড়ে যাওয়া স্কুলে যাওয়া আসায় রীতিমত কালঘাম ছুটছে খুদে পড়ুয়াদের। অনেক বাচ্চা আবার গরমে অসুস্থ হয়ে পড়ছে। তাদের কথা মাথায় রেখেই রাজ্যে গরমের ছুটি এগিয়ে আনা হতে পারে বলে মনে করা হচ্ছিল।

আরও জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে রাজ্যে প্রাইমারি স্কুলগুলির সময়সীমা সংক্ষিপ্ত বা সকালের দিকে (Morning School) করে দেওয়ার চিন্তাভাবনা করছিল রাজ্য সরকার। এবং নির্ধারিত সময়ের আগেই ঘোষণা হতে পারে গরমের ছুটি। এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন যে, গরমের ছুটি কবে থেকে দেওয়া হবে এবং প্রাথমিকের বাচ্চাদের জন্য কী পদক্ষেপ নেওয়া হবে তা মঙ্গলবারের মধ্যেই চূড়ান্ত করা হবে। তিনি আরও জানান, এই গরমে সবার আগে বাচ্চাদের স্বাস্থ্যই তাঁদের কাছে সবথেকে আগে প্রাধান্য পাবে। কিন্তু তার আগেই বৃহস্পতিবারই গরমের ছুটি নিয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে দিলো নবান্ন।

গরমের ছুটি এগিয়ে আনার ব্যাপারে রাজ্য সরকারের সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, ''সবার আগে বাচ্চাদের স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়া উচিত। এর জন্য গরমের ছুটি কিছুটা এগিয়ে আনলে কোনও ক্ষতি নেই। পড়াশোনা ও পরীক্ষার ব্যাপারটাও পরিকল্পনা করে পদক্ষেপ নিলে কোনও অসুবিধা নেই।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

Sukanta Majumdar: 'মমতা ইচ্ছা করেই দাঙ্গা হতে দিয়েছেন!' বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari: ‘কী সাহস! বলছে হিন্দুদের জবাই করবে!’ মমতার সরকারকে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর