মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছল এনুমারেশন ফর্ম। বুধবার সকালে এনুমারেশন ফর্ম নিয়ে রাজ্যের সর্বোচ্চ নেত্রীর বাড়িতে পৌঁছে যায় বিএলও। কড়া নিরাপত্তায় মোড়া মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢোকার আগে নিজের পরিচয় পত্র জমা দিয়ে তারপর কালীঘাটের বাড়িতে ঢোকেন বুথ লেভেল অফিসার।
25
মুখ্যমন্ত্রীর পরিবারের জন্য এনুমারেশন ফর্ম
জানা গিয়েছে, বুধবার মুখ্যমন্ত্রীর পরিবারের জন্য মোট ১৭টি এনুমারেশন ফর্ম দিয়ে আসেন বিএলওয যদিও মুখ্যমন্ত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে ফর্মগুলি পূরণ করে পরে জমা দিয়ে দেওয়া হবে।
35
এসআইআর নিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
এসআইআর আবহে রাজ্যে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। মঙ্গলবার থেকে শুরু হয়েছে বাড়ি-বাড়ি এনুমারেশন ফর্ম বিলি করার কাজ। যদিও ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় ইতিমধ্যে দু-একটি অনভিপ্রেত ঘটনাও ঘটে গিয়েছে রাজ্যে। তা আটকাতে কোনও বৈধ ভোটারের নাম যাতে না বাদ পড়ে ভোটার তার প্রতিবাদে পথেও নেমেছে তৃণমূল।
মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'যেন তেন প্রকারে বাংলা থেকে ২ কোটি মানুষের নাম বাদ দেওয়ার প্ল্যান করছে। ‘ তিনি নিশানা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, একে তো দেশে মীরজাফর আছে, যাঁর হাতে রক্তের দাগ রয়েছে। আপনি কী ভাবছেন, ওরা স্বর্গে যাবে? নিজের দলেই কত বিভেদ।’
55
BJP-কে তীব্র কটাক্ষ
গদিওয়ালারা ভাবছে যেন তেন ভাবে ২ কোটি লোকের নাম বাদ দিয়েই ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া কথা। তিনি আরও বলেন, ‘’দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই। এসআইআর- প্রসঙ্গে বলতে গিয়ে তিনি রাতারাতি নোটবন্দির কথা টেনে আনেন।''