শুভেন্দুর মিছিলে 'কোপ' কলকাতা হাইকোর্টের, বুধবারের পরিবর্তে এই দিনে করতে হবে মিছিল

Published : Nov 04, 2025, 05:23 PM IST

বুধবার নয়, মিছিল করতে হবে রবিবার। বিজেপি নেতা তথা বিরোধী দলনেতাকে তেমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জো়ড়়া মিছিলেন বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। 

PREV
15
রবিবার মিছিল

বুধবার নয়, মিছিল করতে হবে রবিবার। বিজেপি নেতা তথা বিরোধী দলনেতাকে তেমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জো়ড়়া মিছিলেন বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। পাশাপাশি রাজ্যের পক্ষ থেকে দ্রুত শুনানির আর্জি জানান হয়েছিল। সেই মামলায় কলকাতা হাইকোর্ট জানিয়েছে দ্বিতীয় মিছিলটি অন্য দিকে করতে হবে।

25
শুভেন্দুর জোড়া মিছিল

শুভেন্দু অধিকারীর একটি মিছিল মঙ্গলবার উত্তর ২৪ পরগনার সোদপুরে। অপর মিছিলটি বুধবার পূর্ব বর্ধমানে হওয়ার কথা ছিল। তাতেই বিরোধিতা করে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও স্মিতা দাস দে-র বেঞ্চ দ্বিতীয় মিছিলেন দিন পিছতে নির্দেশ দেন।

35
হাইকোর্টে বিজেপি

জোড়া মিছিলের অনুমতি চেয়ে সোমবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি সিঙ্গেল বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দ দুটি মিছিলের অনুমতি দেন। কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়েই এদিন রাজ্য সরকার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। ও দ্রুত শুনানির আর্জি জানায়।

45
মিছিলের কারণ

বিজেপির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে জানান হয়েছিল রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে সোদপুর আর বর্ধমানে মিছিল করতে চায়। মিছিলে রাজ্যের বিরোধী দলনেতা থাকবেন বলেও জানান হয়েছিল।

55
সুপ্রিম কোর্টে রাজ্যের বক্তব্য

সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষ থেকে জানান হয়েছে, মঙ্গলবার রাস উৎসব, বুধবার গুরু নানকের জন্মদিন। তাই মিছিল করলে প্রশাসনিক সমস্যা দেখা দিতে পারে। রাজ্যের এই বক্তব্যের পরই বিজেপির পক্ষ থেকে বলা হয়, শিখ ধর্মাবলম্বী মানুষের কথা ভেবেই কর্মসূচি পিছিয়ে দিতে প্রস্তুত গেরুয়া শিবির।

Read more Photos on
click me!

Recommended Stories