Mamata Banerjee: 'চাঁদের কোনও ধর্ম হয় না', বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে একী বললেন মমতা-অভিষেক?

Published : Mar 31, 2025, 12:00 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Mamata on BJP: কথা রেখেছেন তিনি। বিদেশ সফর সেরে ইদের আগেই রাজ্যে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রতিবছরের মত এবছরও ইদের সকালে রেড রোডের  নমাজের অনুষ্ঠানে অংশগ্রহন করেন তিনি। সঙ্গী ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।     

Mamata on BJP: কথা রেখেছেন তিনি। বিদেশ সফর সেরে ইদের আগেই রাজ্যে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রতিবছরের মত এবছরও ইদের সকালে রেড রোডের (Redroad) নমাজের অনুষ্ঠানে অংশগ্রহন করেন তিনি। সঙ্গী ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।

সোমবার রেড রোডে ইদের অনুষ্ঠান মঞ্চ থেকে সবাইকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কেন্দ্রের শাসক শিবির বিজেপিকে (BJP News) নিশানা করতে ভোলেননি তিনি। বলেন, ''ওরা বিভাজন চায়।'' এরপরই তৃণমূল সুপ্রিমোর স্পষ্ট বার্তা- কারও প্ররোচনায় পা না দেওয়া। তিনি আরও বলেন. ''বর্তমানে লাল-গেরুয়া (CPIM BJP) এক হয়ে রাজ্যে অশান্তি করছে। আমরা কখনই বিভাজনের রাজনীতি করি না। আমরা বিভাজন চায় না। ধর্মের নামে ব্যবসা করছে কিছু রাজনৈতিক দল।''

মুখ্যমন্ত্রী আরও জানান, সব ধর্মের প্রতিই তিনি সমান শ্রদ্ধাশীল। প্ররোচনায় যেন কেউ পা না দেন। সাববধান করেছেন তিনি। একই সঙ্গে বলেন, ''কেউ কেউ গোলমাল পাকানোর চেষ্টা করছেন। গোলমাল পাকাতে এলে মনে রাখবেন, দিদি আছে আপনাদের জন্য।''

রেড রোডের অনুষ্ঠান থেকে অভিষেকের গলায়ও শোনা গেল সর্বধর্ম সমন্বয়ের বার্তা। বলেন, ''চাঁদের কোনও ধর্ম হয় না, মৃত্যু পর্যন্ত একতা বজায় রাখতে হবে।'' একইসঙ্গে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ''জীবন দিয়ে দেব, আদর্শ থেকে সরব না।''

প্রসঙ্গত, রমজান মাসের শেষে সোমবার খুশির ইদ (Eid Al-Fitr)। এদিন সকালে কলকাতার রেড রোডে নমাজ পড়েন কয়েক হাজার মানুষ। পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। সেই কারণে বন্ধ করে দেওয়া হয় একাধিক রাস্তা। প্রতিবারের মতোই এবারও রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার সকাল ৯ টা নাগাদ রেড রোডে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেড রোডে অনুষ্ঠান থেকে সোজা পার্ক সার্কাস চলে যান মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, পার্ক সার্কাসের লালাল মসজিদের সামনে নেমে পড়েন গাড়ি থেকে। এরপর সেখান থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যান সাদা মসজিদ পর্যন্ত। রাস্তার দুপাশে থাকা আমজনতাকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Today Live News: এই সপ্তাহে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! কবে কবে? জেনে নিন সেই তারিখগুলি
WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী