WB CM Mamata Banerjee News: সাড়ে ১৪ বছরের ক্ষমতায় পশ্চিমবঙ্গে কী কী জনকল্যাণমূলক কাজ করেছে তৃণমূল কংগ্রেস? মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের ১৪ বছরের উন্নয়নের পাঁচালি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশদে জানুন…
বছর শেষ হলেই রাজ্যে বেজে যাবে ছাব্বিশের ভোটের দামামা। ২০১১ সালে পালা বদলের পর পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের শাসনকালের সাড়ে ১৪ বছর কেটে গিয়েছে। টানা তিনবার ক্ষমতা ধরে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশেও কী টিকে থাকতে পারবে তৃণমূল কংগ্রেস? নিজের সরকারের জনহিতকর কাজ নিয়ে 'উন্নয়নের পাঁচালি' প্রকাশ করলেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী।
25
সারা দেশে বেকারত্ব কমিয়েছে তৃণমূল সরকার?
এদিন নবান্নের সভাঘর থেকে নিজের সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘’সারা দেশে বেকারত্ব ৪০ শতাংশ কমিয়েছি। এবছর ৭৫ দিনের বেশি কাজ হচ্ছে। ৩১ লক্ষ ৭৭ হাজার পরিযায়ী শ্রমিককে ৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হয়েছে। ২২ লক্ষ ২ হাজার মেয়ের জন্য রূপশ্রী প্রকল্প। স্বাস্থ্য ক্ষেত্রে ৭০ হাজার কোটি টাকা খরচ হয়েছে। ৬৭ লক্ষ ৬৯ হাজার বাড়ি দেওয়া হয়ে গেছে। এটা ১ কোটি হয়ে যাবে। সম্পূর্ণ পথশ্রী প্রকল্পের টাকা রাজ্য খরচ করেছে।
35
রাস্তার উন্নয়নে দরাজ প্রশংসা মমতার
শুধু তাই নয়, গত সাড়ে ১৪ বছরে রাজ্য সরকার কীভাবে রাস্তাঘাটের উন্নতিতে টাকা ব্যয় করেছে এদিন সেই হিসাবও তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন-''১ লক্ষ ৩০ হাজার গ্রামীণ রাস্তা তৈরি করেছি। ১ লক্ষ ৮৭ হাজার বাড়িতে জলের সংযোগ। ১২ রাজ্যে ডিম সরবরাহ করি। হাঁস মুরগির খাদ্য ১২ শতাংশ দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। ২৫ টি চা বাগান খোলা হয়েছে। May I help you booth তৈরি হবে।''
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় মঙ্গলবার জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যে SIR আতঙ্কে ৩৯ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। যার মধ্যে অনেকেই আতঙ্কে আত্মহত্যা করেছেন। তিনি বলেন, 'এঁদের প্রত্যেকের পরিবার ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য পাবে।' রাজ্যে SIR আতঙ্কে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ১৩ জন। এঁদের মধ্যে কাজের চাপে অসুস্ছ হয়ে পড়া বিএলও-র সংখ্যা ৩ । এই ১৩ জনকেই ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি।
55
মনিটরিং টিম তৈরির নির্দেশ
এছাড়াও জেলায়-জেলায় মনিটরিং টিম করার নির্দেশ মুখ্যসচিব মনোজ পন্থকে। মুখ্যমন্ত্রী বলেন, ‘’রাজ্যে ভোটার তালিকা নিবিড় সংশোধনের সময় ৩৯ জন এসআইআর- এ মারা গিয়েছেন।'' এখানেই শেষ নয়। কেন্দ্রকে বিঁধে আরও বলেন, ‘’অনেক ধন্যবাদ, টাকা আটকে রাখার জন্য। শুধু কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চাই। আমি কমিউনিয়াল পলিটিক্স করি না। সেক্যুলার পলিটিক্স করি।''