- Home
- West Bengal
- Kolkata
- পাখির চোখ ছাব্বিশের ভোট, বছর শেষের আগে ফের জেলা সফর শুরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
পাখির চোখ ছাব্বিশের ভোট, বছর শেষের আগে ফের জেলা সফর শুরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata North Bengal Visit: বছর ঘুরলেই ছাব্বিশের নির্বাচন। বেজে যাবে ভোটের দামামা। তার আগে ফের জেলা সফর শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কোথায় যাচ্ছেন তিনি? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বঙ্গে শীতের জন্য পারদ পতনের সঙ্গে সঙ্গে চড়ছে ভোটের পারদ। কারণ, বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বছর শেষের দোরগোড়ায় তাই ফের জেলা সফরে মন দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই নবান্নে তার সাড়ে ১৪ বছরের শাসনকালের খতিয়ান তুলে ধরে বেড়িয়ে পড়লেন জেলা সফরে জনসংযোগ বাড়াতে।
কোন জেলায় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী?
ভোটের সময় যত এগিয়ে আসছে রাজ্যে ততই তপ্ত বাক্য বিনিময়ে তরজা বাড়ছে পদ্মফুল বনাম ঘাসফুলের। তৃণমূল সূত্রের খবর, মঙ্গলবার থেকে তিনদিনের জেলা সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। এই তিনদিনে তিনি মালদহ ও মুর্শিদাবাদের একাধিক জায়গায় জনসভা-বৈঠক করতে পারেন। তেমনটাই জানা গিয়েছে সূত্র মারফত খবরে।
মুখ্যমন্ত্রীর কর্মসূচি
নবান্ন সূত্রে খবর, তিন দিনের রাজ্যের সর্বোচ্চ নেত্রীর এই কর্মসূচিতে মালদহ ও মুর্শিদাবাদে বুধবার এবং বৃহস্পতিবার জনসভা করতে পারেন তিনি। কারণ, এসআইআর নিয়ে যেভাবে শাসকদল ও নির্বাচন কমিশনের দ্বন্ধ বাড়ছে তাতে মুখ্যমন্ত্রীর এই জেলা সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
কোচবিহার সফরে মমতা
তবে শুধু মালদহ এবং মুর্শিদাবাদ নয়। চলতি মাসের ৯ ডিসেম্বর কোচবিহারে জনসভা করতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এসআইআর নিয়ে শাসকদল-নির্বাচন কমিশনের দ্বন্দ্বের মাঝে মুখ্যমন্ত্রীর এই জেলা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে এসব জনসভা কার্যত রাজনৈতিক প্রচার বলেই মনে করা হচ্ছে। সেইসঙ্গে এসআইআর নিয়ে কী বার্তা দেন তৃণমূল সুপ্রিমো, সেদিকেও নজর সবার।
জেলায় মুখ্যমন্ত্রী
মঙ্গলবার বিকেলেই মালদহের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। বুধবার গাজোল ময়দানে জনসভা রয়েছে তাঁর। পরদিন, বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে জনসভা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়। দুই জনসভায় এসআইআর, বাংলাভাষীদের আক্রান্ত হওয়া, কেন্দ্রীয় বঞ্চনা ইস্যু তুলে কেন্দ্রের প্রতি আক্রমণাত্মক ভাষণ দেবেন বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।

