Published : Mar 30, 2025, 05:07 PM ISTUpdated : Apr 02, 2025, 10:38 AM IST
বিশেষ সূত্রের খবর এই কর্মীদের জন্য একলাফে বেতন বাড়াতে চলেছে সরকার। তাই আর চিন্তা নেই। মাস গেলে হাতে আসতে পারে মোটা টাকা। দুর্দান্ত ঘোষণা করতে চলেছে কেন্দ্র বলে খবর। তাহলে এই সরকারি কর্মীরা এপ্রিল থেকেই কি অতিরিক্ত টাকা পাবেন?