Salary Hike: দারুণ ঘোষণা! ১৬ হাজার থেকে একলাফে ৩৮ হাজার! এপ্রিলেই বাড়ছে বেতন?

বিশেষ সূত্রের খবর এই কর্মীদের জন্য একলাফে বেতন বাড়াতে চলেছে সরকার। তাই আর চিন্তা নেই। মাস গেলে হাতে আসতে পারে মোটা টাকা। দুর্দান্ত ঘোষণা করতে চলেছে কেন্দ্র বলে খবর। তাহলে এই সরকারি কর্মীরা এপ্রিল থেকেই কি অতিরিক্ত টাকা পাবেন?

Parna Sengupta | Updated : Apr 02 2025, 10:38 AM IST
112

আর চিন্তা নেই। মাস গেলে হাতে আসতে পারে কড়কড়ে মোটা টাকা।

212

এই কর্মীদের জন্য মোটা টাকা বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই বছরের জানুয়ারি মাস থেকেই টাকা বৃদ্ধির সিদ্ধান্ত। 

412

১৬ হাজার থেকে একলাফে ৩৮ হাজার বেতন বাড়তে পারে! তাহলে কি এপ্রিলেই বাড়ছে বেতন?

512

কেন্দ্রের তরফ থেকে জারি করা হতে পারে বিজ্ঞপ্তিও।

612

কেন্দ্রের তরফের এক সূত্র অনুসারে, এই বছর থেকে এই কর্মীদের মাসিক বেতন বৃদ্ধি পেতে পারে। 

712

অভিজ্ঞতার ভিত্তিতে মাইনে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কর্মীদের।

812

কোন কর্মীদের সোনায় সোহাগা?

সরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

912

জানা গিয়েছে, কন্ট্রাক্ট ড্রাইভারদের বেতন বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার।

1012

বিশেষ সূত্রের খবর প্রাথমিকভাবে ২,৫০০ টাকা বৃদ্ধি পাবে। সেই অনুযায়ী নতুন নিয়োগপ্রাপ্ত সকল ড্রাইভারদের ন্যূনতম বেতন এখন প্রতি মাসে ১৬,০০০ টাকা হবে।

1112

সূত্রের খবর ৫, ১০, ১৫ এবং ২০ বছর ধরে কাজ করা ড্রাইভারদের জন্য নতুন বেতন স্কেল নিম্নরূপ হতে চলেছে:

1212

জানা গিয়েছে- 
৫ বছরের অভিজ্ঞতায় মিলতে পারে ২০,০০০ টাকা

১০ বছরের অভিজ্ঞতায় মিলতে পারে ২৫,০০০ টাকা

১৫ বছরের অভিজ্ঞতায় মিলতে পারে ৩১,০০০ টাকা

২০ বছরের অভিজ্ঞতায় মিলতে পারে ৩৮,০০০ টাকা

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos