৩৫,৭২৬টি শূন্যপদে চাকরিতে নিয়োগ করা হবে, পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি

Published : Sep 06, 2025, 07:05 AM IST

WB SSC Exam 2025: অবশেষে নানা টালবাহানার পর স্কুল সার্ভিসে প্রাইমারি ও আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ পদে পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করল কমিশন। কবে থেকে শুরু হচ্ছে পরীক্ষা? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
SSC নিয়োগ বিজ্ঞপ্তি

অবশেষে প্রকাশিত হল SSC নিয়োগ বিজ্ঞপ্তি। শুক্রবার রাতেই এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। মোট ৩৫,৭২৬টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।

স্তরভিত্তিক শূন্যপদ:-

নবম-দশম: ২৩,২১২টি পদ। 

একাদশ-দ্বাদশ: ১২,৫১৪টি পদ ফাঁকা রয়েছে। 

25
কবে হবে পরীক্ষা?

স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, ২০২৫ সালের এসএলএসটি পরীক্ষা নেওয়া হবে যথাক্রমে- ৭ সেপ্টেম্বর (রবিবার): নবম-দশমের পরীক্ষা হবে। এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশের পরীক্ষা হবে। যারফলে আগামী দুই রবিবার চলবে এই পরীক্ষা। 

35
শূন্যপদের সংখ্যা কত?

জানা গিয়েছে, সংরক্ষণ তালিকায় ১৭% OBC তালিকা ধরে শূন্যপদের সংখ্যা হিসেব করে নতুন তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।

বিষয় ভিত্তিক শূন্যপদ হল- (নবম-দশম):

সবচেয়ে কম শূন্যপদ: ভূগোলে

সবচেয়ে বেশি শূন্যপদ: ভৌতবিজ্ঞানে।

45
জট কাটল উচ্চ প্রাথমিকেও

এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে জট কাটল ২০১৫ সালের উচ্চ প্রাথমিকে নিয়োগে। সূত্রের খবর, অবশেষে উচ্চ প্রাথমিকে জট কাটল। উচ্চ প্রাথমিকে ১২৪১ জন চাকরিপ্রার্থী নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রর ডিভিশন বেঞ্চ।

55
উচ্চ প্রাথমিক শূন্য পদে দ্রুত নিয়োগ

৮ টি কাউন্সেলিংয়ের পরও ১২৪১ জন চাকরি পাননি বলে অভিযোগ ওঠে। সেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। গত বছরও এই ১২৪১ টি পদে নিয়োগের জন্য নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। অভিযোগ, তারপরেও এসএসসি নিয়োগ করেনি। শুক্রবার সেই মামলাতেই ১২৪১ উচ্চ প্রাথমিক শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ।

Read more Photos on
click me!

Recommended Stories