১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট সিদ্ধান্ত মমতা সরকারের, দ্বিগুণ হচ্ছে ভাতা?

Published : Jan 28, 2025, 08:35 AM IST

রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির সম্ভাবনা। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতাভুক্ত। বর্তমানে সাধারণ জাতির মহিলারা ১০০০ এবং তপসিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন।

PREV
110

১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট। এই দিকে তাকিয়ে গোটা রাজ্য। কোন জিনিসের দাম বাড়বে কার কমবে তা জানতে আগ্রহী সকলে।

210

বর্তমানে তৈরি হচ্ছে এই বাজেট। সাধারণ মানুষের লাভ কীসে, ক্ষতি কীসে তা নিয়ে চলছে জোড় আলোচনা।

310

বাজেট সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে বিশেষ ঘোষণা হতে পারে বলে শোনা যাচ্ছে।

410

তেমনই বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডার। আর তার ঘোষণা হবে এই বাজেটেই।

510

গতবারও বাজেটে ঘোষণা করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার ভাতার টাকা বৃদ্ধির কথা। এবারও এমনই হলে বলে আশা সকলের।

610

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একাধিক সমাজসেবা মূলক প্রকল্প এনেছেন। এর মধ্যে আছে কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা।

710

সকলের প্রকল্পের মধ্যে খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। সমাজের মহিলাদের জন্য এই প্রকল্প। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পান এর সুবিধা।

810

সাধারণ জাতির মহিলারা ১০০০ এবং তপসিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন। এবার বাড়বে সেই অঙ্ক।

910

শোনা যাচ্ছে, ২০০০ থেকে ৩০০০ টাকা হবে এই ভাতা। ২০২৬-র ভোটকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

1010

তবে, ঠিক কত টাকা বাড়ছে তা নিশ্চিত জানা যায়নি। বাজেট ঘোষণার পর মিলবে নিশ্চিত খবর।

click me!

Recommended Stories