Weather News: সকাল থেকেই চড়চড়িয়ে বাড়ছে পারদ, জেনে নিন কলকাতা ও জেলাগুলির আজকের আবহাওয়ার খবর

হাওয়া অফিসের মতে আগামী তিনদিনে বৃষ্টির সম্ভাবনা নেই, সপ্তাহের শেষে রবিবারে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে তার আগে পর্যন্ত এমনই তাপপ্রবাহ চলতে থাকবে।

 

Weather News: হাওয়া অফিসের মতে ১৩ টি জেলায় অতিমাত্রায় তাপপ্রবাহ হয়েছ বুধবারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২। জেলার মধ্যে সবচেয়ে বেশি তাপপ্রবাহ হয়েছে পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায় সেখানে তাপমাত্রা ছিল ৪৫। হাওয়া অফিসের মতে আগামী তিনদিনে বৃষ্টির সম্ভাবনা নেই, সপ্তাহের শেষে রবিবারে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে তার আগে পর্যন্ত এমনই তাপপ্রবাহ চলতে থাকবে।

গত ৪৪ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙে দিল। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি। সকাল থেকেই প্রখর রোদ। ৬ মে মাসে দক্ষিণবঙ্গে বৃষ্টি বর্ষা আসার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী সল্টলেক ও দমদমে বুধবার দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি। আলিপুর, হাওড়ার তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি।

Latest Videos

বৃহস্পতিবার দিনভরই অস্বস্তিকর আবহাওয়া থাকবে। দিন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হুহু করে বাড়ছে তাপমাত্রার পারদ। কারণ প্রখর রোদের সঙ্গে বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণে অনেকটাই বেড়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বুধবারই ছিল শহরের উষ্ণতম দিন। এখনই কলকাতা-সহ গাঙ্গেয় উপত্যকায় কোনও স্বস্তি নেই। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী শনি ও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আংশিক বৃষ্টি হতে পারে।

সকাল থেকেই প্রখর রোদ। সঙ্গে গরম হাওয়া। লু বইছে। বাড়ির বাইরে বার হলেও হাত পা পুড়ে যাচ্ছে। ঘরে বাইরে কোথাও শান্তি নেই। এমন পরিস্থিতির বিশেষ কোনও উন্নতি হবে না। উত্তরের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব কটি জেলায় অসহ্য গরম। পশ্চিমের জেলাগুলিতে অতিরিক্ত তাপপ্রবাহ রয়েছে। আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী বুধবার দক্ষিণবঙ্গের সব কটি পাশাপাশি উত্তর বঙ্গেও জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা,মুর্শিদাবাদের তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury