Weather News: বুধবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, জেনে নিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার খবর

Published : Apr 03, 2024, 07:17 AM IST
hot weather kolkata bengal heatwave

সংক্ষিপ্ত

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩। দুটো তাপমাত্রাই ছিল স্বাভাবিকের তুলনায় বেশি। 

আলিপুর হাওয়া অফিসের তথ্য অনুযায়ী মঙ্গলবার সর্বচ্চোতাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাঁকুড়া জেলার বিষ্ণপুর থেকে। সেখানে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। তারপরই ছিল পুরুলিয়া- ৪০ ডিগ্রি সেলসিয়াস। তারপর রয়েছে মেদিনীপুর শ্রীনিকেতেন। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩। দুটো তাপমাত্রাই ছিল স্বাভাবিকের তুলনায় বেশি।

এদিকে ২-৩ এপ্রিল উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়লেও বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা আর দুই দিনাজপুরে থাকবে মনোরম আবহাওয়া। আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী আপাতত উত্তরবঙ্গে বৃষ্টি হলেও চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস। চলতি সপ্তাহে আকাশ থাকবে মেঘলা। সপ্তাহের মধ্যে তাপমাত্রার পারদ আরও চড়বে বলেও ইঙ্গিত দেওয়া রয়েছে সংস্থার ওয়েবসাইটে।

বুধবার পুরুলিয়ায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার থেকে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়ার দুই মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি এলাকায় আবহাওয়ার তেমন পরিবর্তন হবে না। বুধবার পশ্চিমের জেলাগুলির পরিস্থিতি আরও অবনতি হবে। তাপমাত্রার পারদ চড়বে। আলিপুর হাওয়া অফিসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অনুযায়ী এদিন থেকে গোটা দক্ষিণবঙ্গের পারদ বাড়বে। উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার জন্য দক্ষিণবঙ্গের সব জেলাগুলিকেই সতর্ক করা হয়েছে।

মনোরম আবহাওয়ার পর এবার চৈত্র শেষে গ্রীষ্ম প্রখর রুদ্রমূর্তি ধারন করেছে। তাপমাত্রার পারদ ক্রমশ বাড়ছে। সোমবারই ভারতের মৌসম ভবন জানিয়েছে এবার প্রবল গরম পড়বে। আর তারসঙ্গে লম্বা সময় ধরছে চলবে এই তাপপ্রবাহ। এদিন রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪১ ডিগ্রি। আগামি তিন দিন পরিস্থিতির তেমন পরিবর্তন হবে না। তাপমাত্রা বাড়বে। সঙ্গে কয়েকটি জেলার জন্য রয়েছে তাপপ্রবাহের সতর্করা।

PREV
click me!

Recommended Stories

আমি সব দিক থেকে বাঙালি হতে চাই: কেন এমন কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের ৩০০০ অভিযোগ! আদালতে রিপোর্ট দিল CBI