Weather News: আজ থেকেই নামতে শুরু করবে পারদ, জেনে নিন কলকাতা ও জেলাগুলির আজকের আবহাওয়ার খবর

Published : May 04, 2024, 07:10 AM IST
weather forecast light to moderate rains in south Bengal including Kolkata due to low pressure

সংক্ষিপ্ত

দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টিও। তাপপ্রবাহ কমতে শুরু করবে আজ থেকেই। স্বস্তির নিঃশ্বাস নেবে বাংলা।

Weather News: অপেক্ষার অবসান কলকাতা-সহ বিভিন্ন জেলায় ঝড়ের পূর্বাভাস। দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টিও। তাপপ্রবাহ কমতে শুরু করবে আজ থেকেই। স্বস্তির নিঃশ্বাস নেবে বাংলা। উত্তরবঙ্গে শনিবার থেকেই ঝড় বৃষ্টি শুরু হবে। বুধবার পর্যন্ত দার্জিলিং, কার্সিয়াং, কালিম্পং, কোচবিহারে বৃষ্টি পড়বে। দুই দিনাজপুর ও মালদায়ে আপাতত বৃষ্টি হবে না।

গাঙ্গেয় উপত্যতার জেলাগুলিতে শনিবার থেকেই আকাশের মুখভার থাকবে। রবিবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তাপমাত্রাও অনেকটাই কমে যাবে। কলকাতা ও হাওড়া তাপপ্রবাহের কবল থেকেও মুক্তি পাবে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গপোসগার থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। যার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। দীর্ঘদিন পরে তাপপ্রবাহের কবল থেকে মুক্তির খবর শুনিয়েছে আলিপুর হাওয়া অফিস।

ধীরে ধীরে তাপমাত্রার পারদ কমছে। অপেক্ষা আর মাত্র কিছুক্ষণেরই। শনিবার থেকেই স্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে। পাশাপাশি অনাবৃষ্টি কাটিয়ে ঝড় ও বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সোমবার থেকে হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার। যারজেরে তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমে যাবে। শনিবার থেকে রাজ্যের অধিকাংশ জেলেই তাপপ্রবাহের কবল থেকে মুক্তি পাবে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকে র কলকাতা ও পার্শ্ববর্তী গাঙ্গেয় উপত্যকা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে।

আগামী সপ্তাহে ঝড়বৃষ্টির কারণে সমুদ্রের পরিস্থিতি বিপদসংকূল হতে পারে। সেই কারণে আগামী ৬ ও ৭ মে অর্থাৎ সোম ও মঙ্গলবার মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আনুযায়ী শুক্রবার কলকাতার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। একই অবস্থা হাওড়ার। তবে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাঁকুড়া , বীরভূম, মুর্শিদাবাদে আগামী ৫ মে অর্থাৎ রবিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে।

PREV
click me!

Recommended Stories

স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?
Today Live News: স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?