বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয়েছে একটানা বৃষ্টি। শুক্রবারও ছবিতে বিশেষ বদল এল না।
শুক্রবার সকাল থেকেই মুখভার আকাশের। এদিনও কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলে জানা যাচ্ছে।
গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি হতে পারেউত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায়।
তবে টানা বৃষ্টির জেরে প্রভাবিত হবে না তাপমাত্রা। ভোরেরর দিকে শহরে সিসসিসে আবহাওয়া হলেও তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই।
আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
গরমের পাশাপাশি বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তিও। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৯৫ শতাংশ।
উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছিল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা বৃষ্টি চলতে পারে শুক্রবার পর্যন্ত।
Ishanee Dhar