মঙ্গলবার থেকেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস।
গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায়।
তবে তাপমাত্রায় বিশেষ পরিবর্তন আসার সম্ভাবনা নেই। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।
বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
বাতাসে জলীয়বাষ্প অত্যন্ত বেশি থাকায় অস্বস্তি বাড়তে পারে বলেই জানা যাচ্ছে। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯৪ শতাংশ।
Ishanee Dhar